• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

তুমি কি মুসলিম?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এয়ারপোর্টে বক্সিং কিংবদন্তি মুহাম্মদ আলীর ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার জি নিউজ জানায়, গেলো ৭ ফেব্রুয়ারি মুহাম্মদ আলী জুনিয়র ও তার মা খলিলা কামাচো আলী (মুহাম্মদ আলীর প্রথম স্ত্রী) জ্যামাইকায় অনুষ্ঠানে যোগ দিতে ফ্লোরিডার লডরডেল-হলিউড এয়ারপোর্টে পৌঁছান। পরে ইমিগ্রেশন পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে।

৪৪ বছরের মুহাম্মদ আলী জুনিয়রের আইনজীবী ক্রিস মানচিনি জানান, আরবি নাম দেখে তাদেরকে সন্দেহ করে পুলিশ। খলিলা তার প্রয়াত স্বামীর সঙ্গে ছবি দেখালে তাকে ছেড়ে দেয়া হয়। তবে ছেলে আলী জুনিয়রকে প্রায় ২ ঘণ্টা আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি আরো জানান, এসময় পুলিশের কর্মকর্তারা প্রশ্ন করেন, 'তোমার নাম কে রেখেছে, তুমি কি মুসলিম?'

আলী মুসলিম এমন উত্তর পেয়ে তার জন্ম কোথায় হয়েছে? সে কবে ধর্মগ্রহণ করেছে? এমন আরো প্রশ্ন করে পুলিশ। পরে তাকেও ছেড়ে দেয়া হয়।

আলী পরিবারের ঘনিষ্ঠ বন্ধু মানচিনি ৭ মুসলিম দেশের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞার আদেশকেই এ ঘটনার জন্য দায়ী করে কঠোর সমালোচনা করেন।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh