• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বড় জয়ে শেষ আটের পথে ম্যানসিটি-অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৪

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নক আউট পর্বে বড় জয়ে শেষ আটে এক পা দিয়ে রাখলো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ।

বায়ার লেভারকুসেনকে ৪-২ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো। আর মোনাকোর বিপক্ষে ম্যানসিটির জয় ৫-৩ গোলের।

ইতিহাদ স্টেডিয়ামে খেলার ২৬ মিনিটে রহিম স্টার্লিংয়ের গোলে লিড নেয় ম্যানসিটি। তবে ৩২ মিনিটে মোনাকোকে সমতায় ফেরান রাদামেল ফ্যালকাও। ৪০ মিনিটে এমবাপে লোটিনের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি।

৫৮ মিনিটে ম্যানসিটিকে সমতায় ফেরান সার্জিও আগুয়েরো। ৬১ মিনিটে আবার মোনাকোকে এগিয়ে দেন ফ্যালকাও। এবারো ৭১ মিনিটে সিটিজেনদের সমতায় ফেরান আগুয়েরো। ৭৭ মিনিটে জন স্টোনস ও ৮২ মিনিটে লেরয় স্যান গোল করলে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নকআউট পর্বে সবচেয়ে বেশি গোলের ম্যাচ উপহার দিয়ে জয় পায় ম্যানচেস্টার সিটি।

অন্যম্যাচে বেঅ্যারেনাতে অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে গোল করেন সাউল, গ্রিজম্যান, গ্যামেইরো ও টোরেস। আর লেভারকুসেনের পক্ষে দু’গোল শোধ হয় বেলারাবি এবং স্যাভিচের আত্মঘাতী গোলে।

ওয়াই/এসজে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh