• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হীরার হাতে সোনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০১৭, ১৮:১৬

আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে মেয়েদের রিকার্ভ বোয়ের এককে সোনা জিতলেন বাংলাদেশের হীরা মনি। এটিই তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক পদক।

সোমবার সকালে মাওলানা ভাসানী স্টেডিয়ামে আজারবাইজানের ইয়ালাসুল রামোজামোভাকে ৬-৪ গেমে হারান তিনি।

হীরা মনি ২০১০ সালে বিকেএসপিতে আর্চারিতে সুযোগ পান। এরপর ২০১৩ সালের বাংলাদেশ গেমসে মিশ্র দলগত রিকার্ভ ইভেন্টে ব্রোঞ্জ জেতেন। এছাড়া জাতীয় প্রতিযোগিতায় দলগত সোনা জেতেন। তবে এবারই প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন।

চ্যাম্পিয়নশিপে শেষ দিনে প্রাধান্য ধরে রেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৭টি ইভেন্টের মধ্যে ৪টিতেই সোনা জিতে এগিয়ে বাংলাদেশ।

নারীদের দলগত রিকার্ভ বিভাগে নেপালের মেয়েদের হারিয়ে সোনা জিতেছে বাংলাদেশ। দলের নেতৃত্বে ছিলেন অলিম্পিকে প্রতিনিধিত্ব করা শ্যামলী রায়। কম্পাউন্ড পুরুষদের দলগত ইভেন্টে সোনাও বাংলাদেশের দখলে। এ ইভেন্টের নারী বিভাগেও সোনা জিতেছে মেয়েরা।

কে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh