• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আর্জেন্টিনার কোচ হলেন বাউজা

অনলাইন ডেস্ক
  ০২ আগস্ট ২০১৬, ১১:৩২

সাও পাওলোর কোচ এডগার্দো বাউজাকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন(এএফএ)। তিনি জেরার্ডো মার্টিনোর স্থলাভিষিক্ত হবেন ।

এএফএ এর ভারপ্রাপ্ত প্রধান আরমান্দো পেরেজ বলেন, আমরা যেমনটি প্রত্যাশা করি, ঠিক তেমনটিই করে দেখাবেন বাউজা। আর্জেন্টিনার বিদ্যমান সঙ্কট নিরসনে তিনি অসামান্য ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী শুক্রবার রাজধানী বুয়েন্স আয়ার্সে বাউজা তার পরিকল্পনার কথা জানাবেন।

কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এরপর কোচের পদ থেকে সরে দাঁড়ান জেরার্ডো মার্টিনো। তারপরই নতুন কোচের সন্ধানে নামে এএফএ।

এরই মধ্যে আর্জেন্টিনার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে, সেভিলার জর্জ সাম্পাওলি, টটেনহামের মা্ওরিসিও পোকেত্তিনো।

এদিকে, সাবেক কোচ আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা বিনা বেতনে জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তা সত্ত্বেও এডগার্দো বাউজাকে কোচ হিসেবে নিয়োগ দিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

পেরেজ বলেন, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। কিন্তু বাউজাকেই সবচেয়ে যোগ্য বলে মনে হয়েছে।

চলতি বছর সাও পাওলোকেও কোপা লিবার্তাদোরেস’র সেমিফাইনালে তোলেন ৫৮ বছর বয়সী এ আর্জেন্টাইন কোচ। তার অধীনেই ইতিহাসে প্রথমবারের মতো ২০০৮ সালে এলডিইউ কুইটো এবং ২০১৪ সালে সান লরেঞ্জো কোপা লিবার্তাদোরেস’র শিরোপা জেতে।

আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে আনুষ্ঠানিক কোচিং ক্যারিয়ার শুরু করবেন বাউজা।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh