• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রথম ম্যাচেই হারের লজ্জায় রিয়াল

অনলাইন ডেস্ক
  ২৮ জুলাই ২০১৬, ১৩:৪৯

প্রাক মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই হারের লজ্জায় পড়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। প্রীতি ক্লাব টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে (আইসিসি) রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই।

যুক্তরাষ্ট্রের ওহিও স্টেডিয়ামে রিয়ালের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে পিএসজি। খেলা শুরুর দুই মিনিটের মাথায় পিএসজিকে লিড এনে দেন তরুণ ফেঞ্চ মিডফিল্ডার জোনাথন আইকোনি। ৩৫ মিনিটে পিএসজির পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন মুনিয়ের। ৪০ মিনিটে বেলজিয়ান রাইটব্যাক থমাস মুনিয়ের আরো এক গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন পিএসজিকে। তবে ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। তবে দ্বিতীয়ার্ধে উভয় দল আর গোল করতে না পারায়, জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এ ম্যাচে অবশ্য খেলেননি লস ব্লাঙ্কসদের আক্রমণভাগের তিন মহাতারকা রোনালদো-বেনজেমা-বেল।

এদিকে নতুন কোচ ইউনাই এমেরির হাত ধরে রীতিমতো উড়ছে পিএসজি। এখন পর্যন্ত প্রাক মৌসুমের তিন ম্যাচেই জয় পেয়েছে ফ্রেঞ্চ জায়ান্টরা। ওয়েস্ট ব্রমের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর আইসিসি ইভেন্টের প্রথম ম্যাচে ইন্টার মিলানকে রিয়ালের সমান ব্যবধানে হারায় তারা। এ ম্যাচে পিএসজির জন্য দুঃসংবাদ হয়ে এসেছে ব্রাজিলিয়ান অভিজ্ঞ সেন্টার ব্যাক সিলভার ইনজুরির খবর।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh