• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ক্লাবেও ইকার্দির কাছে পরাস্ত হিগুয়াইন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ অক্টোবর ২০১৮, ১৩:০৪

গঞ্জালো হিগুয়াইনকে হটিয়ে আর্জেন্টিনার জাতীয় দলের নয় নম্বর জার্সি দখল করেছেন আগেই। এবার ক্লাব ফুটবলের লড়াইয়েও হিগুয়াইনকে হারিয়ে জয়ী হলেন মাউরো ইকার্দি। মিলান ডার্বিতে এসি মিলানের বিপক্ষে জয় পেয়েছে ইন্টার মিলান। হাড্ডা-হাড্ডি লড়াইয়ের অন্তিম লগ্নে জয় সূচক গোলটি করেছেন ইকার্দি নিজেই।

রোববার রাতে সিরি আ’র এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীরা শুরু থেকেই বল দখলের চেষ্টার পাশাপাশি গোল পেতে মরিয়া হয়ে ওঠে। জমজমাট লড়াইয়ের পাশাপাশি পাল্লা দিয়ে ফাউল করে যাচ্ছিল দুই পক্ষই। পুরো ম্যাচে মোট সাতবার হলুদ কার্ড দেখাতে হয় রেফারিকে। ইন্টার ১৩টি ফাউল করে ২ হলুদ কার্ড আর এসি সাতবার ফাউল করে মোট ৫টি হলুদ কার্ড দেখে।

স্যান সিরো স্টেডিয়ামে আক্রমণ চালিয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করতে চাচ্ছিল দুই দল। তবে মৌসুমের প্রথম মিলান ডার্বিতে অফসাইডে দুই পক্ষের গোলই বাতিল হয়।

ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+২ মিনিটে) হেডের মাধ্যমে গোল করে দলকে এগিয়ে দেন ইকার্দি। এতে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লুসিয়ানো স্পালেট্টির শিষ্যরা।

এতে ৯ ম্যাচে ৬ জয়ে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার। অন্যদিকে ৮ ম্যাচে ৩ জয়ে ১২ পয়েন্ট নিয়ে এসির অবস্থান ১২তম স্থানে। পয়েন্ট তালিকায় ৯ ম্যাচে ৮ জয় নিয়ে ২৫ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে জুভেন্টাস।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh