• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

এক নজরে বাংলাদেশ-জিম্বাবুয়ের একাদশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ অক্টোবর ২০১৮, ১৪:২৭

প্রায় নয় মাস পর হোম অব ক্রিকেটে টাইগাররা। উচ্ছ্বাসের কমতি নেই মাঠে, মাঠের বাইরে থাকা ভক্তদের। শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

এই ম্যাচে অভিষেক হয়েছে অলরাউন্ডার ফজলে মাহমুদ রাব্বির। এশিয়া কাপের দল থেকে খুব বেশি পরিবর্তনও হয়নি এই দলে। নয় মাস পর আবারও লাল-সবুজ জার্সিতে ফিরেছেন অলরাউন্ডার সাইফুদ্দিন।

লিটন দাসের সঙ্গে ওপেনিং করছেন ইমরুল কায়েস। বোলিং অ্যাটাকে মাশরাফির সঙ্গে আরও রয়েছেন মুস্তাফিজুর রহমান। স্পিন বিভাগে রয়েছেন মেহেদি হাসান মিরাজ ও নাজমুল ইসলাম অপু।

অন্যদিকে হ্যামিল্টন মাসাকাদজার নেতৃত্বে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দল নিয়ে মাঠে নেমেছে সফরকারারীরা।

প্রথম ওয়ানডে শেষে বাকি দুই ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ

লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম (উইকেট-কিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে

চিপাস ঝুও, হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ক্রেগ আরভাইন, ব্রেন্ডন টেইলর (উইকেট-কিপার), পিটার মুর, সেন উইলিয়ামস, সিকান্দার রাজা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ডোনাল্ড ট্রিপানো ও ব্রেন্ডন মাভুতা।

আরও পড়ুন :

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
চতুর্থ জয়ের খোঁজে সাকিব-মোস্তাফিজকে নিয়ে মাঠে নামবে বাংলাদেশ
২০০ টাকায় বাংলাদেশ-জিম্বাবুয়ের খেলা দেখার সুযোগ
ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য
X
Fresh