• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ঢাকায় বিশ্বকাপ ট্রফি উন্মোচন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ অক্টোবর ২০১৮, ১৪:০২
ছবি: সংগৃহীত

২০১৯ সালের মে মাসে শুরু হচ্ছে আইসিসি বিশ্বকাপ। ক্রিকেটের সর্বোচ্চ আসর শুরুর আগে বিশ্বকাপ ট্রফিটি বেড়িয়েছে বিশ্বভ্রমণে তার অংশ হিসেবে এটি এখন ঢাকায়।

পাকিস্তানের করাচি হয়ে আজ বুধবার বাংলাদেশে পৌছায় এই ট্রফি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেটি নেয়া হয় মিরপুরে।

সকালে বিসিবি ভবনের সামনে ইউনিসেফের প্রজেক্টের সঙ্গে সম্পৃক্ত সুবিধা বঞ্চিত শিশুদের দিয়ে ট্রফিটি উন্মোচন করা হয়েছে। সেসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু।

আগামী রোববার ২১ অক্টোবর থেকে শুরু হবে জিম্বাবুয়ে সিরি। মিরপুরে মাশরাফি-মুশফিকদের প্রস্তুতি নিচ্ছেন। বিশ্ব কাপ যাত্রায় যাবার আগে স্বপ্নের ট্রফিটি খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন।

আগামীকাল ট্রফিটি রাজধানীর যমুনা ফিউচার পার্কে রাখা হবে। সেখানে সবার জন্য উন্মুক্ত করা হবে ট্রফিটি। শুক্রবার ১৯ অক্টোবর সিলেটে বিশ্বকাপ ট্রফিটি দেখানো হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ট্রফিটির কাছে যেতে পারবে ক্রীড়ামোদীরা। পরের দিন ২০ অক্টোবর শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাখা হবে ট্রফিটি।

আর পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করলেন আইসিসির প্রতিনিধি দল
বিশ্বকাপের ভেন্যু পরিদর্শন করতে ঢাকায় আইসিসির পর্যবেক্ষক দল 
X
Fresh