• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

বড় সংগ্রহ করেই থামল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ অক্টোবর ২০১৮, ১৯:৫৪

দ্বিতীয় দিন শেষে বলা যায় এগিয়ে আছে পাকিস্তান। মোহাম্মদ হাফিজের শত রানের ইনিংসের সঙ্গে ইমাম উল হকের ৭৬ রান। এরপর হারিস সোহেলের ২২৬ বলের লম্বা ইনিংস। ১১০ রান করে তবেই ফেরেন প্যাভিলিয়নে।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও ছিল পাকিস্তানের। হারিস তাঁর টেস্ট ক্যারিয়ারে হাঁকালেন প্রথম শতক। সঙ্গে থাকা আসাদ শফিকের শতক মিস ২০ রানের জন্য। ১৬৫ বলে ৮০ রান করে ফিরেন আসাদ।

এরপর অবশ্য লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা ঠিকমতো পেরে উঠতে পারেননি অজি বোলারদের সামনে। অধিনায়ক শরফরাজ আহমেদ রান আউট হয়ে ফিরেন ১৫ রানের মাথায়। শেষ পর্যন্ত ১৬৪.২ ওভারে পাকিস্তান সংগ্রহ করে ৪৮২ রান।

অজিদের হয়ে ৩ উইকেট নেন পিটার সিডল। নাথান লায়ন নেন দুটি আর ১টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, জন হল্যান্ড আর মারনুস লাবুশাঞ্জে।

দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অষ্ট্রেলিয়া খেলেছে ১৩ ওভার। কোনও উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৩০ রান।

আরও পড়ুন :

এমআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh