• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রথম বিভাগ দাবা লিগ শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ নভেম্বর ২০১৬, ১৯:৩৮

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শুরু হলো মার্সেল প্রথম বিভাগ দাবা লিগ ২০১৬।

এবারের আসরে ১২টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ৪টি দল ২০১৫ সালের দ্বিতীয় বিভাগ দাবা লিগ থেকে উন্নীত। লিগে অংশ নেয়া দলগুলো হলো বসির মেমোরিয়াল চেস ক্লাব, একসেস চেস ক্লাব, মীর চেস ক্লাব, মহাখালী প্রদীপ সংঘ, অগ্রণী ব্যাংক লিমিটেড দাবা দল, দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদ, ক্যাসপার্ভ চেস ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, হাসান মেমোরিয়াল চেস ক্লাব, শেখ রাসেল চেস ক্লাব, বাংলাদেশ শিশু একাডেমি ও সেবুলা চেস ক্লাব।

প্রতিটি দলে ৪ জন নিয়মিত ও ২ জন অতিরিক্ত খেলোয়াড় থাকছে। লিগের খেলা রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে। লিগ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ ২০১৭ সালে প্রিমিয়ার বিভাগ দাবা লিগে অংশ নেয়ার সুযোগ পাবে। তবে সর্বনিন্মে স্থান পাওয়া দু’টি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে।

দুপুরে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের ক্রীড়া ও কল্যাণ বিভাগের প্রধান ইকবাল বিন আনোয়ার।

এ সময় দাবা ফেডারেশনের লিগ কমিটির চেয়ারম্যান গাজী সাইফুল তারেক ও সহ-সভাপতি একেএম শহীদুল্লাহ ছিলেন।

১১ দিনের এ আয়োজনের পর্দা নামবে ৩ ডিসেম্বর।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh