• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

শুরু হলো ঢাকা বিভাগের খেলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৯

আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ঢাকা বিভাগের খেলা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিভাগের আন্তঃ জেলার খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার কে এম আলী আজম। এবং ঢাকা রেঞ্জের ডিআইজি কে. এম. চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার কে. এম. তারিকুল ইসলাম।

উদ্বোধনী ম্যাচে ঢাকা মহানগরকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে টাঙ্গাইল জেলা।

এদিকে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আউটার মাঠে (পল্টন ময়দান) নারায়ণগঞ্জ জেলার মুখোমুখি হয় ফরিদপুর জেলা। নির্ধারিত সময়ে ৪-৪ গোলে ড্র থাকায় খেলা টাইব্রেকারে গড়ালে নারায়ণগঞ্জ জেলা ৪-২ গোলে ম্যাচ জিতে নেয়।

এছাড়া আজ কয়েকটি বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগের ফাইনালে বরিশাল জেলার মুখোমুখি হয় ঝালকাঠি জেলা। ফাইনালে বরিশাল ৪-০ গোলে ঝালকাঠিকে হারিয়ে বিভাগীয় শিরোপা ঘরে তোলে।

ময়মনসিংহ বিভাগের ফাইনালে উঠেছে জামালপুর জেলা। দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। পরে টাইব্রেকারে ৩-২ গোলে জিতে ফাইনালে উঠে জামালপুর।

চট্টগ্রাম জেলার ফাইনালে বোয়ালখালী উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে ফটিকছড়ি উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।

আগামীকাল বুধবার ফাইনালে শেরপুর জেলার মুখোমুখি হবে জামালপুর জেলা।


আরও পড়ুন :

এএ/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh