• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ বাছাই পর্ব

হাই ভোল্টেজ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৭

আগামী বছরের সেপ্টেম্বরে থাইল্যান্ডে বসবে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের আসর। যার বাছাই পর্বের ‘এফ’ গ্রুপের ম্যাচগুলোর আয়োজক বাংলাদেশ। আজ বুধবার গ্রুপ সেরার লড়াইয়ে ভিয়েতনামের বিপক্ষে লড়ছে স্বাগতিকরা। রাজধানী কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-০ গোলে এগিয়ে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ভিয়েতনাম ও বাংলাদেশ দুই দলই ২৫টি করে গোল দিয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে সবার উপরে রয়েছে। সুতরাং হাইভোল্টেজ এই ম্যাচটি নিয়ে বিশেষ নজর ছিল সবারই। এদিন ম্যাচের প্রথম থেকেই দুই দল লিড পেতে মরিয়া হয়ে ওঠে। তবে বাংলাদেশ দলের পক্ষ থেকে বেশ কয়েকবার চেষ্টা করেও সফলতা পাওয়া যায়নি।

অবশেষে প্রথমার্ধের অতিরিক্ত সময় হেডের মাধ্যমে গোল করেন তহুরা খাতুন। এতে এগিয়ে থেকেই বিরতিতে যায় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

গ্রুপ পর্বের ম্যাচে এর আগে বাহরাইনকে ১০-০ ও লেবাননের বিপক্ষে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh