• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

একনজরে ফিফার বিভিন্ন ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৩

ফুটবলপ্রেমীরা ইতোমধ্যেই জেনে গেছেন ২০১৭-১৮ মৌসুমের ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ড ‘দ্য বেস্টের’ জন্য সংক্ষিপ্ত তিনে জায়গা মেলেনি পাঁচবারের বর্ষসেরা তারকা আর্জেন্টিনা ও বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির। সেরা তিনে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ, মিশরের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ও বরাবরের মতোই স্থান পাওয়া পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

সোমবার বিকেলে লন্ডনে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা অ্যাওয়ার্ড ‘ফিফা বেস্ট’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে।

এক নজরে ফিফার বিভিন্ন ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া তারকা ফুটবলারদের নাম।

ফিফা বেস্ট খেলোয়াড় (পুরুষ) ক্যাটাগরি
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল ও জুভেন্টাস)
লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদ)
মোহাম্মদ সালাহ (মিশর ও লিভারপুল)

ফিফা বেস্ট খেলোয়াড় (নারী) ক্যাটাগরি
অ্যাদা হেজবার্গ (নরওয়ে ও অলিম্পিক লিও)
ডেসিনারফের মারজসান (জার্মানি ও অলিম্পিক লিও)
মার্তা (ব্রাজিল ও ওরলান্ডো প্রাইড)

ফিফা বেস্ট কোচ (পুরুষ) ক্যাটাগরি
জ্লাটকো দালিচ (ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দল)
দিদিয়ের দেশম (ফ্রান্স জাতীয় ফুটবল দল)
জিনেদিন জিদান (সাবেক রিয়াল কোচ)

ফিফা বেস্ট কোচ (নারী) ক্যাটাগরি
রেনাল্ড পেদ্রোচ (ফ্রান্স ও অলিম্পিক লিও)
আসাকু তাকাকুরা (জাপান জাতীয় ফুটবল দল)
সেরিনা ওয়াইজম্যান (নেদারল্যান্ড জাতীয় ফুটবল দল)

ফিফা বর্ষসেরা গোলরক্ষক
থিবো কোর্তোয়া (বেলজিয়াম ও রিয়াল মাদ্রিদ)
হুগো লরিস (ফ্রান্স ও টটেনহ্যাম হটস্পার)
ক্যাসপার স্মাইকেল (ডেনমার্ক ও লেস্টার সিটি)

পুসকাস অ্যাওয়ার্ড
গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ)
ডেনিস চেরিসেভ (রাশিয়া)
লাজারোস ক্রাইস্টডোলোপোলোস (অলিম্পিয়াকোস)
ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)
জর্জিয়ানা দ্য আরাস্সেটা (ক্রজেইরো)
রিলে ম্যাকগ্রি (নিউক্যাসল)
লিওনেল মেসি (আর্জেন্টিনা)
বেনজামিন পাভার্ড (ফ্রান্স)
রিকার্ডো কুয়ারেসমা (পর্তুগাল)
মোহাম্মদ সালাহ (লিভারপুল)

ফিফা সেরা ফ্যান অ্যাওয়ার্ড
সাবেস্তিয়ান কারেরা
জাপান ও সেনেগাল সমর্থক
পেরু সমর্থক

আরও পড়ুন :

এএ/এ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh