• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আর্জেন্টিনা-ফ্রান্সের একাদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ জুন ২০১৮, ২০:০০

নক আউটের প্রথম ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা ও ফ্রান্স। ‘সি’ গ্রুপের শীর্ষ দল ফ্রেঞ্চরা গ্রুপ ‘ডি’র দ্বিতীয় স্থানাঅধিকারী লাতিন আমেরিকার দেশটির বিপক্ষে কাজান এরিনা স্টেডিয়ামে নেমেছে।

সাধারণভাবে গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে গেলে সেই দলের প্রতি আশা অনেক বেড়ে যায়। তবে ফ্রান্স এখনও নিজেদের সেরা ফর্মে পৌঁছতে পারেনি। কারণ নিজেদের শেষ দুই ম্যাচের শেষ অর্ধে কোনও গোল করতে পারেনি। একটি গোল অস্ট্রেলিয়া ম্যাচে আত্মঘাতী হয়েছে।

কোচ দিদিয়ের দেশম টুর্নামেন্ট জেতার মতো আশাবাদী সেটা নিশ্চিত করে বলতে পারবেন না। কারণ, এই ফ্রান্স দলে প্রতিভার অভাব স্পষ্ট। এই ম্যাচের বাধা টপকাতে পারলে পরের ম্যাচে উরুগুয়ে অথবা পর্তুগালের সামনে পড়তে হবে। ফলে কোয়ার্টার ফাইনালের উপরে ফ্রান্স উঠবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন না।

অন্যদিকে আর্জেন্টিনা পরের রাউন্ডে উঠলেও খুব বেশি আশাবাদী হওয়ার মতো পরিস্থিতি নেই। কারণ গ্রুপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের কাছে আটকে যাওয়ার পরে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারতে হয়েছে। মেসি জ্বলে উঠতে পারেননি। শেষ অবধি নাইজেরিয়াকে হারিয়ে মেসিরা শেষ ষোলোয় উঠেছেন।

ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, দুই দল ১১ বার মুখোমুখি হয়েছে। প্রথম ম্যাচ দুই দল ১৯৩০ সালে প্রথম মুখোমুখি হয়। আর্জেন্টিনা ৬ বার জিতেছে, ফ্রান্স ২ বার জিতেছে। ৩ ম্যাচ ড্র হয়েছে।

ফ্রান্স একাদশ

হুগো লোরিস, বেঞ্জামিন পাভার, রাফায়েল ভারানে, সামুয়েল উমতিতি, পল পগবা, আঁতোয়া গ্রিজম্যান, অলিভিয়ের জিরুদ, কিলিয়ান এমবাপে, এনগোলো কান্তে, ব্লেইজ মাতুইদি, লুকাস হার্নান্দেস।

আর্জেন্টিনা একাদশ

ফ্রাংকো আরমানি, গ্যাব্রিয়েল মার্কাদো, নিকোলাস তাগলিয়াফিকো, এভার বানেগা, নিকোলাস ওতামেন্দি, মার্কস রোহো, এনজো পেরেজ, হাভিয়ের মাশ্চেরানো, অ্যাঞ্জেল ডি মারিয়া, ক্রিশ্চিয়ান পাভন ও লিওনেল মেসি।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh