• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ জুন ২০১৮, ২১:১২

বিশ্বকাপর শুরুর চার দিন আগে নিজেদের শেষ প্রস্তুতি সারছে ব্রাজিল দল। ইউরোপের দল অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ভক্তদের জন্য সুখবর হচ্ছে আজ রোববার ভিয়েনার হ্যাপেল স্টেডিয়ামের এই ম্যাচের শুরু থেকেই খেলছেন সেলেকাওদের সবচেয়ে বড় তারকা নেইমার।

এদিন শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে তিতের শিষ্যরা। ম্যাচের ৩৬তম মিনিটে দলকে এগিয়ে যায় সফরকারীরা। মার্সেলোর দেয়া পাস স্বাগতিকদের জালে জড়ান নব নির্বাচিত অধিনায়ক গ্যাব্রিয়েল জেসুস।

ম্যানচেস্টার সিটির এই তারকা নিজের ১৭তম ম্যাচে ব্রাজিলের হয়ে দশম গোল করলেন।

এদিন ৪-৩-৩ ফরম্যাটে খেলছে ফুটবলের ইতিহাসের সফলতম দলটি। নিজেরদের ষষ্ঠতম শিরোপা জয়ের মিশনের নামার আগে গেলো সপ্তাহে ক্রোশিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পায় দক্ষিণ আমেরিকার দেশটি।

ব্রাজিল একাদশ

গোলরক্ষক

এলিসন (রোমা)

ডিফেন্ডার

দানিলো (ম্যানচেস্টার সিটি), থিয়াগো সিলভা (পিএসজি), মিরান্ডা (ইন্টার মিলান), মার্সেলো (রিয়াল মাদ্রিদ)

মিডফিল্ডার

ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), কৌতিনহো (লিভারপুল) পাউলিনহো (বার্সেলোনা),

ফরোয়ার্ড

গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি) উইলিয়ান (চেলসি)

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh