• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জার্মানিকে মরণ কামড় দিতে চায় সুইডেন

স্পোর্টস ডেস্ক

  ২৩ মে ২০১৮, ১১:০৬

স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র সুইডেন। দেশটিতে বর্তমানে ২ লক্ষ ৪০ হাজার নিবন্ধিত ফুটবলার রয়েছে। যার মধ্যে ৫৬ হাজার নারী ও ১ লক্ষ ৮৪ হাজার পুরুষ ফুটবলার। ফুটবল দেশটিতে প্রথম খেলা হয় ১৮৭০ সালে। মূলত ব্রিটিশ ও স্কটিশদের অনুপ্রেরণায় দেশটির জিমন্যাস্টিকস ক্লাবে ফুটবল খেলা চালু হয়।

জিমন্যাস্টিকস ক্লাবগুলোতে সেসময় সব ধরণের খেলার প্রচলন ছিল। কিন্তু ফুটবল খেলাই ধীরে ধীরে দেশটিতে জনপ্রিয় হয়ে ওঠে। ১৮৮৫ সালের দিকে গোথেনবার্গ, স্টকহোম ও ভিসবাইর ক্লাবগুলোর ফুটবলের নীতিমালা চালু করে। ১৮৯৬ সালে ক্লাবগুলো চ্যাম্পিয়নশিপ লিগ চালু করারও সিদ্ধান্ত নেয়।

সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ১৯০৪ সালে। সুইডিশ জাতীয় ফুটবল দল তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯০৮ সালে। ১২ জুলাই অনুষ্ঠিত ওই ম্যাচে নরওয়েকে ১১-৩ গোলে হারায় তারা। ওই বছরই দলটি ইংল্যান্ড, নেদারল্যান্ডস (২ বার) ও বেলজিয়ামের বিপক্ষে খেলে। ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচটি ছিল লন্ডন অলিম্পিকের। ওই ম্যাচে ১২-১ ব্যবধানে হারে সুইডেন। যেটি তাদের ইতিহাসের সবচেয়ে বেশি ব্যবধানের হার।

--------------------------------------------------------
আরও পড়ুন : ইনজুরিতে বিশ্বকাপ শেষ রোমেরোর
--------------------------------------------------------

ইতালিতে অনুষ্ঠিত ১৯৩৪ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেয় সুইডেন। প্রথম পর্বে আর্জেন্টিনাকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে দলটি। তবে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ১-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা।

১৯৫৮ বিশ্বকাপে সুইডেন রানার্সআপ হিসেবে বিশ্বকাপ শেষ করে। যেটা তাদের বিশ্বকাপের সেরা সাফল্য। এছাড়াও ১৯৩৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলে এবং ১৯৫০ ও ১৯৯৪ বিশ্বকাপে তৃতীয় হিসেবে বিশ্বকাপ শেষ করে তারা।

২০০৬ বিশ্বকাপের পর থেকে তারা এ বিশ্বমঞ্চ থেকে বাহিরে রয়েছে। যদিও এবার তারা ইতালিকে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। আর ৬০ বছর পর বিশ্বকাপের মূলমঞ্চ থেকে বাদ পড়ে যায় ইতালি।

ডাকনাম

:

ব্লাগল্ট, নীল হলুদের মুকুটধারী

অ্যাসোসিয়েশন

:

সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন

কনফেডারেশন

:

উয়েফা (ইউরোপ)

হেড কোচ

:

জেন এন্ডারসন

অধিনায়ক

:

আন্দ্রেস গ্রান্কভিট

সর্বাধিক ম্যাচ

:

আন্দ্রেস সভেনসন (১৪৮)

সর্বাধিক গোলদাতা

:

জ্লাতান ইব্রাহিমোভিচ (৬২)

হোম ভেন্যু

:

ফ্রেন্ডস অ্যারোনা

বর্তমান র‌্যাংকিং

:

২৩

সেরা সাফল্য

:

সেমিফাইনাল ১৯৫৮ বিশ্বকাপ

বিশ্বকাপে অংশগ্রহণ

:

১৯৩৪, ১৯৩৮, ১৯৫০, ১৯৫৮, ১৯৭০, ১৯৭৪

১৯৭৮, ১৯৯০, ১৯৯৪, ২০০২, ২০০৬, ২০১৮

সেরা খেলোয়াড়

:

জন গুইডেট্টি

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh