• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইনজুরিতে বিশ্বকাপ শেষ রোমেরোর

স্পোর্টস ডেস্ক

  ২৩ মে ২০১৮, ০৯:২৪

হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্টিনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক সার্জিও রোমেরো।

মাত্র একদিন আগেই রাশিয়া বিশ্বকাপের জন্য কোচ সাম্পাওলি আর্জেন্টিনার ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন। যেখানে প্রথম চয়েজ হিসেবেই দলে অন্তর্ভুক্ত হন সার্জিও রোমেরো।

৩১ বছর বয়সি এ খেলোয়াড় জাতীয় দলের হয়ে ৯৪ ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন। টানা দুটি বিশ্বকাপে (২০১০ ও ২০১৪) গোলপোস্ট পাহারা দিয়েছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : ডুপ্লেসি বীরত্বে ফাইনালে চেন্নাই
--------------------------------------------------------

গতকাল মঙ্গলবার বুয়েন্স আয়ার্সে অনুশীলনের সময় চোট পান। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানিয়েছেন, তার ডান হাঁটুতে ব্লকেজ ধরা পড়েছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ২৩ জনের যে দল অংশ নেবে রোমেরোকে সেখান থেকে বাদ দেয়া হবে।

খুব শিগগিরই রোমেরোর বিকল্পের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে এএফএ। আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে থাকা বাকি দুই গোলরক্ষক চেলসির উইলি ক্যাবালেরো ও রিভারপ্লেটের ফ্রাঙ্কো আরমানি। রোমেরোর বিকল্প হিসেবে প্রাথমিক দল থেকে তাইগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গুজম্যানের নাম ঘোষণা করতে পারে এএফএ।

রোমেরো চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১০টি ম্যাচ খেলেছিলেন।

আর্জেন্টিনা আগামী ১৬ জুন মস্কোয় আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে। তাদের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh