• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সেরা ৪ দলই খেলবে প্লে-অফে

স্পোর্টস ডেস্ক

  ২১ মে ২০১৮, ২০:১৯

আইপিএলের মত ফ্র্যাঞ্চাইজি লিগে অঘটন বলতে কিইবা আছে? সব ফ্র্যাঞ্চাইজিরাই দল গড়েছে সেরা খেলোয়াড়দের নিয়েই। শেষ পর্যন্ত যারা নিজেদের সেরাটা দিতে পেরেছে তারাই উঠেছে প্লে-অফ পর্বে।

লিগ পর্বে ৫৬ ম্যাচ খেলে প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে চার দল। এখানেও দিতে হবে কঠিন পরীক্ষা।

পয়েন্ট টেবিলের ১ আর ২ নম্বরে থাকা দু’দল এলিমিনেটর রাউন্ডের প্রথম ম্যাচে হেরেও পাবে ফাইনাল খেলার সুযোগ। এই ম্যাচে যে দল জিতবে সে দল যাবে সোজা ফাইনালে। আর যে দল হারবে তারা খেলবে ৩ আর ৪ নম্বর দলের ম্যাচে যারা জিতবে তাদের সাথে। এই ম্যাচে যারা জয় পাবে তারা খেলবে ফাইনালে।

আগামী ২২ মে সন্ধ্যা ৭ টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে পয়েন্ট তালিকায় এক নম্বরে থাকা সানরাইজার্স হায়দরাবাদ এবং দুই নম্বরে থাকা চেন্নাই সুপার কিংস।

২৩ মে কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হবে ৩ নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্স এবং ৪ নম্বরে থাকা রাজস্থান রয়্যালস।

এরপর ২৫ মে কলকাতায় মুখোমুখি হবে প্রথম ম্যাচের পরাজিত দল এবং দ্বিতীয় ম্যাচের জয়ী দল। ২৭ মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রিকেটে ইতিহাস লিখল গণ-অর্থায়নে খেলতে আসা ভানুয়াতু
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
X
Fresh