• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

এবার টি-টোয়েন্টিতে ফিরছেন স্মিথ

স্পোর্টস ডেস্ক

  ১৯ মে ২০১৮, ২১:১৮

আগামী মাসে কানাডার টরেন্টোয় অনুষ্ঠিত ‘গ্লোবাল টি-টেয়েন্টি’ টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরতে পারেন বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষেধাজ্ঞায় পড়া অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। সূত্র ক্রিকেট অস্ট্রেলিয়ার।

কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চলাকালীন দলের আরেক খেলোয়াড় ক্যামেরন ব্যানক্রফটকে দিয়ে বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে পড়েন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এমন ঘটনায় ছয় মাসের জন্য ব্যানক্রাফট এবং স্মিথ-ওয়ার্নারকে নিষিদ্ধ করা হয় এক বছরের জন্য।

ক্রিকেট অস্ট্রেলিয়ার দেয়া এমন বরফ কঠিন শাস্তি কিছুটা গলতে শুরু করেছে। এরই মধ্যে তারা অনুমতি দিয়েছে স্মিথ-ওয়ার্নাররা চাইলে কানাডার গ্লোবাল লিগে খেলতে পারে।

আইসিসির সহযোগী দেশ কানাডা আগামী মাসে আয়োজন করতে যাচ্ছে আইপিএল, বিপিএল, বিগ-ব্যাশের আদলে গড়া গ্লোবাল টি-২০ লিগ। এই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিবে ৬ টি দল।

প্রতিটি দলে নূন্যতম ৪ জন করে কানাডিয়ান ক্রিকেটার থাকবে। আগামী ২৮ জুন থেকে শুরু হওয়া এই লিগ চলবে ২৮ জুলাই পর্যন্ত। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে টরেন্টোর কিং সিটির ম্যাপল লিপ ক্রিকেট মাঠে।

দলগুলো হচ্ছে, ক্যারিবিয়ান অল স্টার্স, টরেন্টো ন্যাশনালস, মনট্রিয়াল টাইগার্স, অটোয়া রয়্যালস, ব্যানকভার নাইটস এবং উইনিপিগ হকস।

ক্রিকেট অস্ট্রেলিয়া এই তিনজনকে ক্লাব ক্রিকেটে খেলার অনুমতি দেয়ার পরই স্মিথের কাছে প্রস্তাব আসে কানাডা গ্লোবাল টি-২০ লিগ থেকে।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh