• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

অভিষেক টেস্টে পাকিস্তানের বিপক্ষে আইরিশদের দাপট

স্পোর্টস ডেস্ক

  ১২ মে ২০১৮, ১৭:২৩

বৃষ্টির কারণে একদিন পরে হয়েছে পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডে ঐতিহাসিক টেস্টের টস। আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড টস জিতে সিদ্ধান্ত নেয় আগে ফিল্ডিং করার।

ডাবলিনের মালাহাইড গ্রাউন্ডের সবুজে ঘেরা গ্যালারিতে উচ্ছ্বাসের কমতি নেই আইরিশ দর্শকদেরও। নিজেদের ক্রিকেটের ইতিহাসের সাক্ষী হতেই ছুটে এসেছেন তারা।
টস থেকে শুরু করে প্রথম বল, প্রথম উইকেট, প্রথম চার, প্রথম ছয় এমন অনেক কিছুই আজ তাদের জন্য ইতিহাস।

ব্যাট করতে নেমে পাকিস্তান শুরু থেকেই খেলছিল টেস্ট মেজাজে। কিন্তু ইংল্যান্ডের হয়ে এক টেস্ট খেলা বয়েড র‌্যানকিনের বলে ৭.৬ ওভারের সময় পোর্টারফিল্ডের হাতে ক্যাচ তুলে দেন আজাহার আলী। তার ব্যাট থেকে আসে ২৩ বল মাত্র ৪ রান।
--------------------------------------------------------
আরও পড়ুন : যে কারণে বাংলাদেশ-পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাতিল
--------------------------------------------------------

ঠিক পরের ওভারে টিম মুরতাগের করা প্রথম বলেই এলবিডব্লিউ ফাঁদে পড়েন অভিষিক্ত ইমাম উল হক। ২৬ বলের ইনিংসে বাম-হাতি এই ব্যাটসম্যান করেন মাত্র ৭ রান।

এখন পর্যন্ত ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৪১ রান।

পাকিস্তান একাদশ:

আজহার আলী, ইমাম উল হক, হারিস সোহাইল, আসাদ শফিক, বাবার আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস ও রাহাত আলি।

আয়ারল্যান্ড একাদশ:

উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক),পল স্টার্লিং, এড জয়েস, নিল ও’ব্রায়ান, অ্যান্ড্রু ব্যালবার্নি, গ্যারি উইলসন, কেভিন ও’ব্রায়ান, স্টুয়ার্ট থম্পসন, টাইরন কেন, বোয়েড র‌্যানকিন ও টিম মুরতাগ।

আরও পড়ুন :

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে আয়ারল্যান্ড
সরে দাঁড়াচ্ছেন আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চান প্রধানমন্ত্রী
বাঁচা-মরার লড়াইয়ে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
X
Fresh