• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

চ্যাম্পিয়নস ট্রফি বাদ!

স্পোর্টস ডেস্ক

  ২৬ এপ্রিল ২০১৮, ১৯:৩২

কোনোভাবেই থিতু হতে পারছে না আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ২০১৭ সালে অনুষ্ঠিত সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিও মন জয় করতে পারেনি আইসিসি’র। আজ আইসিসি ঘোষিত আগামী ২০২২ সাল পর্যন্ত এফটিপি সূচিতে নেই ক্রিকেটের মিনি বিশ্বকাপ খ্যাত মেগা ইভেন্টটি।

কলকাতায় গত ক’দিন ধরে চলছিল আইসিসি’র বোর্ড সভা। যেখানে ক্রিকেটকে আরও ঢেলে সাজাতে নেয়া হয় বিভিন্ন উদ্যোগ এবং সিদ্ধান্ত। আজ বোর্ড সভার শেষদিনে চূড়ান্ত করা হয় ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সূচি। এই সভায় আইসিসি’র সদস্যগণ ২০১৯-২০২৩ সাল পর্যন্ত একটি নতুন ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) সই করেছেন যেটি ২০২১ সালে চ্যাম্পিয়নস ট্রফির পরিবর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং একটি অতিরিক্ত আইসিসি বিশ্ব টি-টোয়েন্টি ইভেন্টকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ, ২০২০ সালে অস্ট্রেলিয়ার নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের বছর ২০২১ সালে ভারতে অনুষ্ঠিত হবে আরেকটি বিশ্বকাপ।

--------------------------------------------------------
আরও পড়ুন : ১০৪ দেশের টি২০ ম্যাচই পাবে আন্তর্জাতিক স্বীকৃতি
--------------------------------------------------------

এর আগেও পরপর দুই বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বসেছিল ইংল্যান্ডে, পরের বছর ওয়েস্ট ইন্ডিজে।

যেখানে ১৬টি দলকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়া হবে সাথে একটি সাব আঞ্চলিক, আঞ্চলিক দলকে সুযোগ করে দেয়া হবে। ক্রিকেটের বিশায়নে আরও নতুন উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছে আইসিসি।

২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত এফটিপি এর সর্বশেষ সূচিঃ
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ - ২০১৯, ২০২৩
আইসিসি বিশ্বকাপ টি-২০ - ২০২০, ২০২১
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চূড়ান্ত - ২০২১, ২০২৩

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
চক্র ১ - ২০১৯-২০২১
চক্র ২ - ২০২১-২০২৩

আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ যোগ্যতা লীগ - ২০২০-২০২২

উপরের আসরগুলোর বাইরে সব দ্বিপক্ষীয় টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ থাকবে।

গত বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকা একবার, নিউজিল্যান্ড একবার, শ্রীলঙ্কা একবার, ভারত দুইবার, ওয়েস্ট ইন্ডিজ একবার, অস্ট্রেলিয়া দুইবার ও পাকিস্তান একবার চ্যাম্পিয়ন হয়েছে।

আরও পড়ুন :

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ইসরায়েলকে আইসিসির সতর্কবার্তা
বিশ্বকাপের আগে যাদের ওপর নজর বাংলাদেশের
আইসিসি থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেলেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার
ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি পাকিস্তানের
X
Fresh