• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

বার্সায় সালাহকে পাশে চান কুতিনহো

স্পোর্টস ডেস্ক

  ০৬ এপ্রিল ২০১৮, ১৪:৩২

চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটছেন লিভারপুলের হয়ে খেলা মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। জানুয়ারিতেই সালাহের সঙ্গী ব্রাজিলের ফিলিপ্পে কুতিনহো বার্সেলোনার ক্লাব ইতিহাসের ট্রান্সফারের রেকর্ড গড়ে দলটিতে যোগ দেন। এরই মধ্যে আগামী মৌসুমে সাবেক সতীর্থকে নিজের পাশে দেখতে চাইছেন কুতিনহো।

স্প্যানিশ ক্রীড়া ম্যাগাজিন ‘ডন ব্যালন’ এমন খবরই প্রকাশ করেছে। ফর্মের তুঙ্গে থাকা ২৫ বছর বয়সী সালাহকে দলে ভেড়াতে চোখ রাখছে ইউরোপিয়ান পরাশক্তিরা। ইতোমধ্যে তাকে সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়ে আসতে প্রস্তুতি নিচ্ছে রিয়াল মাদ্রিদ।

--------------------------------------------------------
আরও পড়ুন : ব্রাজিল সমর্থকদের সুখবর দিলেন এমেরি
--------------------------------------------------------

কুতিনহো মনেপ্রাণে চান, তার সাবেক সতীর্থ সালাহ যেনো রিয়ালকে উপেক্ষা করেন। এই তারকার বিশ্বাস অতোঁয়ান গ্রিজম্যানের চেয়ে বার্সায় বেশি ফিট হবেন তার সাবেক টিমমেট। অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ফ্রেঞ্চ সুপারস্টারের ন্যু ক্যাম্পে আসার জোরালো সম্ভাবনা রয়েছে। তাতে ভিন্ন মাত্রা যোগ করলেন কুতিনহো।

সূত্রমতে, কোচ আর্নেস্তো ভালভার্ডেকে কুতিনহো বোঝানোর চেষ্টা করবেন, বার্সা যেন লিভারপুল ফরোয়ার্ডকে সই করানোর পথে হাঁটে। কাতালানরা সালাহকে পাওয়ার রেসে নামবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

ইংলিশ লিগে সালাহর চেলসি অধ্যায়টা (২০১৪-১৬) সুখকর ছিল না। ফিওরেন্তিনা ও রোমায় ধারের চুক্তিতে খেলতে হয়েছিল তাকে। সবশেষ চেলসি ছেড়ে রোমাতেই স্থায়ীভাবে এক মৌসুম কাটিয়ে গত বছর অ্যানফিল্ডে যোগ দিয়ে সমালোচকদের দাঁতভাঙা জবাব দেন।

অল রেডসদের জার্সিতে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ৩৮ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন। আর শুধু প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে ২৯ গোল। এক কথায়, লিভারপুলের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ‘গোলমেশিন’ মোহাম্মদ সালাহ।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মারা গেলেন আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ
টিভিতে আজকের খেলা
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা
এবার ডি মারিয়াকে দলে নিতে চায় মায়ামি 
X
Fresh