• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

জিম্বাবুয়ের নতুন অধিনায়ক টেলর

স্পোর্টস ডেস্ক

  ৩১ মার্চ ২০১৮, ১০:০৫

বিশ্বকাপ বাছাই পর্বের ব্যর্থতার পর এবার নতুন ঝড়ে টালমাটাল জিম্বাবুয়ের ক্রিকেট। আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থ হওয়ায় অধিনায়ক ও সকল কোচিং স্টাফকে বরখাস্ত করে জিম্বাবুয়ে ক্রিকেট। পাশাপাশি নতুন অধিনায়ক হিসেবে ব্রেন্ডন টেলরের নাম ঘোষণা করেছে জিম্বাবুয়ে কর্তৃপক্ষ।

জিম্বাবুয়ের হেড কোচ হিথ স্ট্রিক, ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার, বোলিং কোচ ডগলাস হুন্ডো, ফিল্ডিং কোচ ওয়াল্টার চাওয়াগুতা, ট্রেইনার সন বেল এবং দলের কম্পিউটার অ্যানালাইসিস্ট স্ট্যানলি চিওজাকে বরখাস্ত করেছে বোর্ড। পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলের কোচ স্টিফেন ম্যানগোনগোকেও বরখাস্ত করা হয়েছে। কনভেনর অব সিলেক্টরস তাতেন্দা তাইবুকেও তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের এই ভরাডুবির পর এ কোচিং স্টাফ রেখে দেয়ার কোনো মানে হয় না। তাই তাদের সবাইকে ছাটাই করে নতুন করে ঢেলে সাজানো হবে সবকিছু।
--------------------------------------------------------
আরও পড়ুন: রাতে মাঠে নামছে বার্সেলোনা, রিয়াল, ম্যানসিটি, জুভেন্টাস
--------------------------------------------------------

বৃহস্পতিবার বিকেলে হিথ স্ট্রিকের কাছে পাঠানো মেইলে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের এমডি ফয়সাল হাসনাইন লেখেন, আমাদের পরবর্তী আলোচনার আগে, আপনাকে আগামীকাল (শুক্রবার) বিকেল ৩টা পর্যন্ত সময় দেয়া হলো আপনি এবং আপনার পুরো কোচিং প্যানেল পদত্যাগ করবেন। বেধে দেয়া এই সময়ের পর টেকনিক্যাল টিমকে বহিস্কার করা হবে এবং সঙ্গে সঙ্গেই তাদের এই বহিস্কারাদেশ কার্যকর হয়ে যাবে।

কিন্তু স্ট্রিক ও তার সকল স্টাফ পদত্যাগ করতে অস্বীকৃতি জানায়। তাদের সার্বিক দায়িত্বকে তারা ব্যর্থতা হিসাবে দেখছেন না। হিথ স্ট্রিকের অধীনে জিম্বাবুয়ের সফলতার হার আগের তুলনায় বেশি।

চাকরি হারানো এসব কোচদের মধ্যে কেবল হিথ স্ট্রিকের বিকল্প চাকরির ব্যবস্থা রয়েছে। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে বোলিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ রয়েছেন তিনি।

বাছাইপর্বে সুপার সিক্সের ম্যাচে আরব আমিরাতের মতো দলের বিপক্ষে ৩ রানে হেরে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে জিম্বাবুয়ে। এর মধ্য দিয়ে ১৯৭৯ সালের পর এই প্রথম বিশ্বকাপের মূলপর্বে থাকছে না জিম্বাবুয়ে। উন্নতি করতে থাকা জিম্বাবুয়ে দলের জন্য যা বিশাল এক ধাক্কা। সেই ধাক্কা বিবেচনায় নিয়ে পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:

এএ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী আম্পায়ারের অধীনে খেলতে ক্রিকেটারদের আপত্তি
ক্রিকেটে ইতিহাস লিখল গণ-অর্থায়নে খেলতে আসা ভানুয়াতু
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
X
Fresh