• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

শোবিজ তারকাদের শুভেচ্ছায় ভাসছেন সাকিব-মাহমুদুল্লাহরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মার্চ ২০১৮, ১২:৫৮

শেষ ওভারে প্রয়োজন ১২ রান। টান টান উত্তেজনা। দ্বিতীয় বলে রানআউট হয়ে গেলেন মুস্তাফিজুর রহমান। স্ট্রাইকে থাকার কথা মাহমুদুল্লাহর। কিন্তু আম্পায়ার তাকে স্ট্রাইকে দেবেন না। এ নিয়ে অধিনায়ক সাকিব আল হাসান মাহমুদুল্লাহ আর রুবেলকে উঠে আসতে বললেন।

আম্পায়ার আর ম্যাচ রেফারিসহ অন্য কর্মকর্তারা থামালেন। স্ট্রাইকে থাকলেন মাহমুদুল্লাহই। তৃতীয় বলেই মারলেন বাউন্ডারি। চতুর্থ বলে দুই রান।

আর প্রয়োজন ৬ রান। পঞ্চম বলে ইসুরু আদানাকে ছক্কা মেরেই বাংলাদেশকে ২ উইকেটের ব্যবধানে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর এতেই শ্রীলঙ্কার ৭০তম জাতীয় দিবসের টুর্নামেন্ট নিদাহাস ট্রফির ১৮ মার্চের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

--------------------------------------------------------
আরও পড়ুন: টাইগারদের প্রতি অমিতাভের সম্মান
--------------------------------------------------------

বাংলাদেশের জয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাৎক্ষণিক শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা।

সঙ্গীতশিল্পী আসিফ আকবর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে ক্রিকেট টিমকে নিয়ে গাওয়া তার জনপ্রিয় গানের কয়েকটি লাইন শেয়ার করেছেন।

‘বেশ বেশ সাবাশ বাংলাদেশ

যাও এগিয়ে

আমাদের বাংলাদেশ’

চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, সাবাশ বাংলাদেশ। হৃদয় থেকে অভিনন্দন। পরবর্তীতে মিশনের জন্য শুভকামনা।

চিত্রনায়িকা বুবলী লিখেছেন, ভালোবাসা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। ইয়েস !!! অসাধরণ!! এটা একটি ঐতিহাসিক জয়।

অভিনেত্রী মৌসুমী হামিদ লিখেছেন, টাইগার মাথা ঠাণ্ডা করো। আমরা জিতে গেছি।

জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেন, ভালোবাসা মাহমুদুউল্লাহ রিয়াদ।। জয় বাংলা।

চিত্রনায়ক সাইমন সাদিক এখন দিল্লিতে অবস্থান করছেন। সেখান থেকে এই ক্রিকেট পাগল নায়ক লিখেন, অভিনন্দন টাইগার্স।

এছাড়াও নায়িকা শিরিন শিলা, শিমুল খান, সিয়াম আহমেদ, আম্ব্রিন, টয়া, মৌসুমী নাগ, আইরিন আফরোজ, সঙ্গীতশিল্পী রাফাতসহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন ক্রিকেট দলকে।

আরও পড়ুন:

এম/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা নেসার প্রতিনিধিদলের
জাতিসংঘে বাংলাদেশ উত্থাপিত ‘শান্তির সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh