• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

৮ উইকেট নিয়ে ইয়াসিরের ইতিহাস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মার্চ ২০১৮, ১৩:২৩

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফতুল্লা স্টেডিয়ামে আরাফাত মিশুর দুর্দান্ত বোলিংয়ের কাছে ব্যাট হাতে দাড়াতেই পারেনি মাশরাফির আবাহনীর ব্যাটসম্যানরা। ৮.১ ওভার বোলিং করে এবারের আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন এই বোলার। এটা লিস্ট এ ক্যারিয়ারেও বাংলাদেশের কোনও বোলারের করা সর্বোচ্চ উইকেটের রেকর্ড।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টসে জিতে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্যাটিংয়ে নেমেই ইয়াসিরের তোপের মুখে পড়ে আবাহনী। ইয়াসিরের প্রথম শিকার হন আবাহনীর ওপেনার সাইফ হাসান (১)।

এরপর একে একে নাজমুল হোসেন শান্ত (০), অধিনায়ক নাসির হোসেন (০), মোসাদ্দেক হোসেন সৈকতকে (০), মাশরাফি বিন মুর্তজা (৮), সানজামুল ইসলাম (০), আরিফুল ইসলাম সবুজকে (০) ও মানান শর্মার (৪৬) উইকেট নেন ইয়াসির।

৮.১ ওভার করে ৪০ রানের খরচায় এ ৮ উইকেট নেন তিনি। এটি লিস্ট-এ ক্যারিয়ারে তৃতীয় ম্যাচ ইয়াসিরের। এছাড়া টিপু সুলতান নেন ২ উইকেট।

আর লিস্ট ‘এ’ ক্রিকেটে ইতিহাসে আরাফাতের বোলিং ফিগার অষ্টম সেরা। এর আগে ৮ উইকেট নেয়ার ঘটনা ঘটেছে মাত্র ১০ বার।

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড ছিল আব্দুর রাজ্জাকের। ২০০৩-০৪ মৌসুমে ঢাকায় জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ১৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল ব্রাদার্সের শন উইলিয়ামসের। ২০১৩/১৪ মৌসুমে জিম্বাবুয়ের এই বাঁহাতি স্পিনার কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে ২৫ রানে নিয়েছিলেন ৭ উইকেট।

চোটের জন্য সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা হয়নি আরাফাতের। ডানহাতি পেসার মাঠে ফিরে নিজের প্রথম ম্যাচে জানান ছিলেন, আরও বড় মঞ্চের জন্য তৈরি হচ্ছেন তিনি।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলে আব্রামকে ক্রিকেট শেখাতে ব্যস্ত শাহরুখ
এলপিএলের নিলামে নাম দিলেন তামিমসহ যেসব ক্রিকেটার
নারী ক্রিকেটের প্রচারণায় তিন স্কুলে জ্যোতি-মারুফারা
বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল
X
Fresh