• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কার্টেল ওভারের ম্যাচে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

  ১২ মার্চ ২০১৮, ২১:০৫

বাংলাদেশের জয়ের কারণে জমে উঠেছে নিদাহাস ট্রফি। প্রথম পর্ব শেষে সকল দলের পয়েন্টই সমান। এবার এগিয়ে যাওয়ার পালা।

নিজেদের এগিয়ে যাওয়ার মিশনে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটায় শুরুর কথা থাকায় টস হওয়ার কথা ছিল আরও আধা ঘণ্টা আগে, সাতটায়। সাড়ে সাতটার ম্যাচ বাংলাদেশ সময় প্রায় পৌণে ৮টায়। তবে কলম্বোতে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। অবশেষে বৃষ্টি বন্ধ হওয়ায় ম্যাচ শুরু হয়েছে। দেরিতে খেলা শুরু হওয়ায় দুই দলই এক ওভার করে কম পাবে, প্রতি ইনিংস হবে ১৯ ওভার করে।

নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে নিদাহাস ট্রফির লড়াইটা জমিয়ে দিয়েছে বাংলাদেশ। শনিবার ২১৫ রানের বড় লক্ষ্য তাড়া করে ৫ উইকেটের জয় পায় টাইগাররা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে শুভসূচনা করে স্বাগতিক শ্রীলঙ্কা। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারায় ভারত।

তিন দলের নামের পাশেই এখন একটি করে জয়। আজ শ্রীলঙ্কা আর ভারতের মধ্যকার ম্যাচে যে দল জিতবে, তারাই ফাইনালের পথে এগিয়ে যাবে।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রিকেটে ইতিহাস লিখলো গণ-অর্থায়নে খেলতে আসা ভানুয়াতু
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
X
Fresh