• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

কোহলির সাথে চুক্তি উবারের

স্পোর্টস ডেস্ক

  ০৯ মার্চ ২০১৮, ২২:৩৪

অ্যাপসভিত্তিক ট্রান্সপোর্ট সুবিধাগুলো এখন সারাবিশ্বে খুবই জনপ্রিয়। এই সুবিধা চালু হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও। সম্প্রতি বাংলাদেশেও চালু হয়েছে এই সুবিধা।

ভারতের মতো এত বড় দেশে আরও বেশি জনপ্রিয় এই সেবা। এই জনপ্রিয়তা আরও বাড়াতে সেদেশেরই ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিয়েছে উবার।

কোহলির সাথে আজ শুক্রবার উবার ক্যাব চুক্তি করে। এমন একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি সই করতে পেরে খুশি বিরাট কোহলিও। তিনি বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে পথচলা আরও সহজ হয়। আমিও প্রায় সময় উবার ব্যবহার করি। যা খুবই সহজ মাধ্যম মনে হয়েছে।

কোহলিকে চুক্তিতে সই করিয়ে তৃপ্ত উবারও। উবার ইন্ডিয়ার প্রতিনিধি গণমাধ্যমকে জানান, বিরাটকে সাথে নিয়ে কাজ করতে পারবো এটি সত্যিই আনন্দের। আমরা চেষ্টা করবো যাত্রীরা যাতে বিরাটের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারে।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থাইল্যান্ডের সঙ্গে ৫ সমঝোতা ও চুক্তি সই
‘চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তি’
কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই 
বাংলাদেশ-কাতারের মধ্যে ১১ চুক্তি-সমঝোতার সম্ভাবনা
X
Fresh