• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টিতে আসছে ৫ বলের ওভার!

স্পোর্টস ডেস্ক

  ০৭ মার্চ ২০১৮, ১৯:২৬

টেস্ট ক্রিকেটের একঘেয়েমি কাটাতে আসে ওয়ানডে ক্রিকেট। ওয়ানডের জনপ্রিয়তা ধসের শঙ্কায় আনা হয় টি-টোয়েন্টিকে। কিছুদিন আগে টে-টোয়েন্টির ফ্লেভারকে কাজে লাগিয়ে আরব আমিরাতে অনুষ্ঠিত হয় টি-টেন ক্রিকেটের।

এতসব সংস্করণ করেও থামছেন না ক্রিকেটবোদ্ধারা। এবার ওভার প্রতি বলের সংখ্যা কমিয়ে পাঁচে নামাতে যাচ্ছে ইসিবি।

টেলিভিশন ব্রডকাস্টারদের চাহিদা অনুযায়ী ম্যাচের সময় আরও কমিয়ে আনার চেষ্টা চলছে। যার ফলশ্রুতিতে আসছে ৫ বলের ওভার!

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘অনৈতিক সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন শামি
-------------------------------------------------------

ইংলিশ গণমাধ্যমের খবর, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ২০২০ সালে নতুনরুপে আসবে টি-টোয়েন্টি লিগ। যাতে দেখা যাবে ৬ বলের বদলে ৫ বলের ওভার। শুধু তাই নয়, সময় বাঁচাতে বোলিং প্রান্ত পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করার চিন্তা-ভাবনা চলছে।

এখন প্রতি ওভারে একবার করে বোলার ও ব্যাটম্যানদের প্রান্ত বদল করার প্রথা থাকলেও আগামীতে সেটা দেখা যাবে পুরো ইনিংসে মাত্র একবার এবং সেটা করতে হবে ইনিংসের মাঝপথে।

বিবিসির মতো টিভি পার্টনাররা ভীষণ চাপে রেখেছে ইংলিশ অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। এখন একটি টি-টোয়েন্টি ম্যাচ শেষ হতে লাগে সাড়ে তিন ঘন্টার মতো, সেটাকে আড়াই ঘন্টায় নিয়ে আসার প্রস্তাব দিয়েছে তারা।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত হলেন যুবরাজ সিং
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
X
Fresh