• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আমিরের আসনে ভাগ বসালেন জুনায়েদ

স্পোর্টস ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৪

পাকিস্তান সুপার লিগের(পিএসএল) ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন পাকিস্তানের পেসার জুনায়েদ খান। এর আগে এখানে একাই অবস্থান করছিলেন আরেক পাকিস্তানি মোহাম্মদ আমির।

পিএসএলের তৃতীয় আসরে শুক্রবার রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুলতান সুলতানসের হয়ে লাহোর কালান্দার্সের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নেন জুনায়েদ।

এর আগে ২০১৬ সালে পিএসএলের প্রথম আসরে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন আরেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। মজার বিষয়, সেবারও প্রতিপক্ষ ছিল লাহোর কালান্দার্স!

১৭তম ওভারের তৃতীয় বলে ইয়াসির শাহকে ফিরিয়ে জুনায়েদের হ্যাটট্রিক-যাত্রা শুরু। ডানহাতি পেসারের বাউন্সার পুল করতে গিয়ে টপ-এজ হয়ে বল আকাশে তোলেন ইয়াসির। সহজ ক্যাচ নেন উইকেটকিপার কুমার সাঙ্গাকারা।

জুনায়েদ পরের বলটা দিয়েছিলেন ফুলটস। মিড উইকেটে আহমেদ শেহজাদকে ক্যাচ দিয়ে জুনায়েদকে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করে দেন ক্যামেরন ডেলপোর্ট। হ্যাটট্রিক বলের মুখোমুখি হন রাজা হাসান। শর্ট বল পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে শোয়েব মালিককে ক্যাচ দিয়ে জুনায়েদকে হ্যাটট্রিক উপহার দেন রাজা।

জুনায়েদ ও ইমরান তাহিরের দারুণ বোলিংয়ে মাত্র ৪ রানে শেষ ৭ উইকেট হারায় লাহোর! ১৮০ রান রান তাড়া করতে নেমে লাহোরের ইনিংস গুটিয়ে যায় ১৩৬ রানে। মুলতান ম্যাচ জিতেছে ৪৩ রানে।

৪ উইকেটে ১৩২ থেকে ১৩৬ রানেই অলআউট হয়ে যায় লাহোর! ৪ রানেই নেই শেষ ৭ উইকেট। ১৩৬ রানে দাঁড়িয়েই বিদায় নিয়েছেন শেষ চার ব্যাটসম্যান। এক বল খেলে শূন্য রানে অপরাজিত ছিলেন মুস্তাফিজ।

আরও পড়ুন:

এএ/কেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রিকেটে ইতিহাস লিখল গণ-অর্থায়নে খেলতে আসা ভানুয়াতু
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
X
Fresh