• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নিদাহাসের আগে লঙ্কান শিবিরে চোটের হিড়িক

স্পোর্টস ডেস্ক

  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৯

আগেই ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। এবার নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কা পাচ্ছে না আরেক ব্যাটসম্যান আসিলা গুনারত্নেকেও। ডান হাতের চোটের কারণে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন এ লঙ্কান মিডল অর্ডার ব্যাটসম্যান।

বৃহস্পতিবার এক বিবৃতিতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড(এসএলসি) জানায়, বাংলাদেশ সফরে ফিল্ডিং করার সময় ডান হাতে চোট পেয়েছেন গুনারত্নে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় গ্রেড-২ পর্যায়ের চোটে পড়েছেন তিনি। খেলতে পারবেন না ৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া নিদাহাস ট্রফিতে।

--------------------------------------------------------
আরও পড়ুন: উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর দলসমূহ
--------------------------------------------------------

বাংলাদেশ সফরটা দুর্দান্ত কেটেছে শ্রীলঙ্কার। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজের ট্রফিও জিতেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। সুস্থ থাকলেও মূল একাদশে সুযোগ পেতেন কিনা এমন প্রশ্ন থেকেই যাচ্ছে। খুব একটা ফর্মে নেই ৩২ বছর বয়সী লঙ্কান তারকা । শেষ চার ওয়ানডেতে করতে পেরেছেন মাত্র ৩৫ রান।

কেবল গুনারত্নে ও ম্যাথুজও নয়, চোট শঙ্কায় আছেন নতুন লঙ্কান গতি দানব শেহান মাদুশঙ্কা। বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টুয়েন্টি ম্যাচে চোট পান তিনি। আর সেই টি-টুয়েন্টি সিরিজের আগেই ছিটকে যান ব্যাটসম্যান কুশল পেরেরা। অবশ্য তার জায়গায় সুযোগ পেয়ে টি-টুয়েন্টিতে নিজের জাত ছিনিয়েছেন আরেক ‘কুশল’ মেন্ডিস।

সামনে ঘরের মাঠে আন্তর্জাতিক টুর্নামেন্টে দল কি হবে তা এখনো নিশ্চিত নয় শ্রীলঙ্কার জন্য। তাদের ক্রিকেট দলের ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহা জানিয়েছেন, এই উইকেন্ডে শুরু ঘরোয়া টি-টুয়েন্টি আসরে জাতীয় দলের সব খেলোয়াড়কে খেলার নির্দেশ দেওয়া হয়েছে। ইনজুরি আক্রান্ত খেলোয়াড়রা ওখানে কি করেন সেদিকে চোখ থাকবে লঙ্কান নির্বাচকদের।

৬ মার্চ ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে নিধাস টি-টুয়েন্টি ট্রফি। সিরিজের আরেক দল বাংলাদেশ। ১৮ মার্চ হবে আসরের ফাইনাল।

আরও পড়ুন:

এএ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রিকেটে ইতিহাস লিখল গণ-অর্থায়নে খেলতে আসা ভানুয়াতু
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
X
Fresh