• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

সাকিবের বিশ্রামে হতাশ হয়েছিলাম: হাথুরু

স্পোর্টস ডেস্ক

  ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০৩

গেলো বছর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর করে বাংলাদেশ দল। টেস্ট সিরিজে দল ঘোষণার আগে ফর্মে থাকা সাকিব আল হাসানকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টানা ক্রিকেটের ধকল সামলাতে ওই সিরিজে বিশ্রাম চেয়ে বোর্ডের কাছে আবেদন করেন সাকিব। ক্যারিয়ারে আরও সামনে এগিয়ে যাবার বিষয়টি বিবেচনা করেই টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

দলের সবচেয়ে বড় তারকা ছাড়া পুরো সিরিজজুড়েই বাংলাদেশ দলের অবস্থা ছিল অপরিপাটি। ওই সফরেই ক্রিকেটারদের সঙ্গে তৎকালীন কোচ চন্ডিকা হাথুরুসিংহের দ্বন্দ্বেরও আভাস পাওয়া যায়। সিরিজ শেষ হবার পরপরই কোচের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি দেন লঙ্কান সাবেক এই অলরাউন্ডার।

কয়েকদিন পরেই পাড়ি জমান শ্রীলঙ্কায়। হাল ধরেন নিজের দেশের। প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবেই চিরচেনা বাংলাদেশ সফর করেন হাথুরু। জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজে প্রথম দুটি ম্যাচে হারলেও জিতে নেয় টুর্নামেন্টটি। স্বাগতিকদের বিপক্ষে টেস্ট ও টি-টেয়োন্টি সিরিজও নিজেদের ঝুলিতে পুরে নেয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবের বিশ্রাম নিয়ে মুখ খুলেছেন টাইগারদের সাবেক গুরু হাথুরুসিংহে। জানিয়েছেন, সাকিবের আকস্মিক বিশ্রামে হতাশ হয়েছিলেন তিনি।

লঙ্ককান সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘সত্যি বলতে আমি হতাশ হয়েছিলাম। বিষয়টি আমি যদি আগে থেকে জানতাম তাহলে ভালো হতো। এটাই আসল ব্যাপার- বিষয়টি আমি অনেক দেরিতে জেনেছি।’

মাশরাফি-সাকিবদের সাবেক গুরুর কাছে প্রশ্ন রাখা হয়, তার অধীনে অতিরিক্ত সুযোগ পেতেন সৌম্য সরকার। হাথুরুসিংহের বিদায়ের পর সৌম্যকে দল থেকেও বাদ পড়তে হয়েছে। তবে বাম-হাতি এই ব্যাটসম্যানের প্রতি সাবেক কোচের অনুরাগ ফের বোঝা গেলো। যদিও কাউকে আলাদাভাবে মূল্যায়ন স্বীকার করলেন না লঙ্কানদের বর্তমান কোচ।

বাংলাদেশের সবচেয়ে সফলতম এই কোচ বলেন, ‘আপনি জিজ্ঞেস করতে পারেন, সবাই একই উত্তর দিবে- আমি সবাইকে সমান চোখে দেখেছি। সিনিয়র-জুনিয়র আলাদা করিনি। তবে যারা প্রতিভাবান তাদের আমি বেশ সুযোগ দিয়েছি। কেননা দলের জয়ের জন্যই এটা ছিল প্রয়োজনীয়। সৌম্য বেশ প্রতিভাবান। বাংলাদেশ তাকে সঠিকভাবে লালন করলে সে দারুণ এক ক্রিকেটার হয়ে উঠবে। তাকে সুযোগ দেওয়ার মানে এই নয় যে আমি বাকি ক্রিকেটারদের অবহেলা করেছি।’

সিনিয়র ক্রিকেটারদের পারফরমেন্সেও নিজের অবদান সম্পর্কে বলতে গিয়ে হাথুরুসিংহে উল্লেখ করেন, ‘রিয়াদ যখন ফর্মে ছিল না, তখন আমি তাকে নিয়ে কাজ করেছি। এখন আইসিসির আসরেই তার তিনটি শতক। ইমরুল, মুশফিক, তামিমকেও আমি আলাদা করে সময় দিয়েছি।’

২০১৪ সালের মে মাসে মাশরাফি-সাকিবদের দায়িত্ব নেন হাথুরু। তার অধীনে বাংলাদেশ দল ২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে। এরপর ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনায় আসেন তিনি। ওই বছরই ঘরের মাঠে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নতুন দিনের বার্তা দেয় টাইগাররা। পরের বছর হোম গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র এবং শ্রীলঙ্কার মাটিতে লঙ্কানদের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজে ড্র করেন লাল সবুজের প্রতিনিধিরা। এরপর থেকেই শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নজরে পড়েন টাইগারদের সাবেক কোচ।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh