• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

এটা আমাদের সেরা জয়ের একটি

স্পোর্টস ডেস্ক

  ১৯ জানুয়ারি ২০১৮, ২০:১৫

শ্রীলঙ্কাকে ১৬৩ রানের বিশাল ব্যবধানে হারানোটাকেই সাম্প্রতিককালের বাংলাদেশের সেরা জয় বলে মন্তব্য করলেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ম্যাচের পর পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মাশরাফি বলেন, যদি আপনারা সাম্প্রতিক অতীতের দিকে তাকান, তাহলে দেখবেন যে এটা আমাদের সেরা জয়গুলোর একটি। ছেলেরা আসলেই দারুণ খেলেছে। আমাদের এভাবেই চালিয়ে যেতে হবে। জয় কিংবা পরাজয়, সব কিছু থেকেই শেখার থাকে।

তিনি আরও বলেন, তামিম সেঞ্চুরি পেতে পারত। কিন্তু সেঞ্চুরি না পেলেও ব্যাটিংটা ভালো হয়েছে। বোলিংয়ে আমরা দক্ষিণ আফ্রিকায় সংগ্রাম করেছি। তবে ঘরে ফিরে আমরা প্রত্যাশার চেয়ে ভালো করেছি।

রানের হিসেবে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয় এটি। ৩২০ রানের লড়াকু পুঁজি গড়তে বলার মতো ভূমিকা রেখেছে ওপেনার তামিম ইকবালের ব্যাট। জিম্বাবুয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষেও আশি ঊর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৮৪ আর লঙ্কান বিপক্ষে ৮৪ রান করে আউট হয়েছে।

পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (৬৭) এবং মুশফিকুর রহিম(৬২)।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরিজ রক্ষার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্বর্ণ রপ্তানিতে সম্ভাবনা উজ্জ্বল বাংলাদেশের
তিউনিসিয়ায় নিহত ৮ বাংলাদেশির লাশ ঢাকায় ফিরল  
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসীর মৃত্যু, স্ত্রী-সন্তান আহত
X
Fresh