• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রাজ্জাকের ৫০০

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জানুয়ারি ২০১৮, ১৮:০৩

দুই দিন আগেই প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের ক্লাবে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে প্রবেশ করেন তুষার ইমরান। এবার বোলার হিসেবে অসামান্য গৌরব অর্জন করলেন বাংলাদেশের আব্দুর রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকার করলেন এ স্পিনার।

৪৯৯ উইকেট নিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ আসরের প্রথম রাউন্ড শেষ করেন। দ্বিতীয় রাউন্ডে মাইলফলকটি স্পর্শ করলেন।

আজ বুধবার বিসিএলের ম্যাচে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিনে উইকেটটি তুলে নিয়ে ৫০০ উইকেট তুলে নেন তিনি।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভারত বধের নায়ক লুঙ্গি
--------------------------------------------------------

মজার বিষয় হচ্ছে তুষার ইমরান আর রাজ্জাক দুজনই একই দলের হয়ে খেলে এ মাইল ফলক দুটি ছুঁলেন।

সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সেন্ট্রাল জোনের প্রথম ইনিংসের ব্যাটিংয়ের সময় দ্বিতীয় দিনের শেষবেলাতেই বোলিংয়ে এসেছিলেন রাজ্জাক। ৩ ওভার হাত ঘুরিয়ে সাফল্য পাননি। অনন্য কীর্তির জন্য অপেক্ষা করতে হয়েছিল। তবে তৃতীয় দিনে এসে সাফল্যের দেখা পান।

সেন্ট্রাল জোনের দুই ওপেনার রবিউল ইসলাম রবি ও সাদমান ইসলাম উদ্বোধনী জুটিতেই তোলেন ১৭১ রান। এ জুটি ভাঙলেন রাজ্জাক।

সাদমানকে আউট করে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৩তম ম্যাচে তুলে নেন এই ৫০০তম উইকেট।

দীর্ঘদিন জাতীয় দলের থেকে দূরে রয়েছেন এই তারকা স্পিনার। সব শেষ ২০১৪ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি বাম হাতি স্পিনারের।

ঘরোয়া ক্রিকেটে অবশ্য দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন নিয়মিত। গত পাঁচ মৌসুম আড়াইশ উইকেট জমা করেছেন নিজের ঝুলিতে।

বিসিএলের গত আসরেও ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি, ৬ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি এই বোলার।

রাজ্জাক সাদা পোশাকে ১২ টি ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ২৩ উইকেট। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট শিকারের রেকর্ডও গড়েছিলেন তিনি।

১৫৩ ওয়ানডেতে তার সংগ্রহ ২০৭ উইকেট। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৪ ম্যাচ খেলে সংগ্রহ করেন ৪৪ উইকেট।

আরও পড়ুন:

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আব্দুর রাজ্জাককে পেটানোর হুমকি লতিফ সিদ্দিকীর, ভিডিও ভাইরাল
‘নৌকার বাইরে ট্রাক-ছাতি-ঈগল কোনো মার্কা না’
X
Fresh