• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচে ফিল্ডিংয়ে লঙ্কানরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জানুয়ারি ২০১৮, ১২:০৪

আগের বছরের তিক্ততা ভুলে নতুন বছরে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। জিম্বাবুয়েও এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে।

এ ম্যাচের মধ্য দিয়ে বিশ্বের ষষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে ১০০টি ওয়ানডে ম্যাচ অয়োজনের অভিজাত তালিকায় প্রবেশ করলো মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে অনন্য মাইলফলকে বাংলাদেশের হোম অব ক্রিকেট।

জিম্বাবুয়ে নিজেদের জন্য এ ম্যাচটি জিতে স্মরণীয় করে রাখার চেষ্টা করবে। কারণ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রথম ওয়ানডে ম্যাচটি খেলেছিল জিম্বাবুয়ে। কাকতালীয়ভাবে আজ আবার শততম ম্যাচেও মাঠে রয়েছে জিম্বাবুয়ে।

--------------------------------------------------------
আরও পড়ুন: মিরপুরের সেঞ্চুরির ম্যাচে নামছে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
--------------------------------------------------------

জিম্বাবুয়ের সামনে লঙ্কানদের বিপক্ষে সুখস্মৃতিটা পুনরুজ্জীবনের চ্যালেঞ্জ! ছয় মাস আগে শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই ২-১ এ পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ জিতে ইতিহাস গড়ে জিম্বাবুইয়ানরা। মিরপুরে ট্রাইনেশন লড়াইয়ে একদিনের ক্রিকেটে আবারো মুখোমুখি দু’দল। প্রতিশোধ নিয়ে টুর্নামেন্টে দারুণ শুরু করতে চোখ রাখছে চন্ডিকা হাতুরুসিংহের শ্রীলঙ্কা। কিছুদিন আগেও টাইগারদের কোচিং ডেরায় ছিলেন তিনি। এখন প্রতিপক্ষের কোচ হয়ে হাতুরুর প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের মাটিতে।

ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কার বিপক্ষে ‘আত্মবিশ্বাসী’ জিম্বাবুয়ে। দু’দিন আগে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের কাছে বাজেভাবে হেরে মাঠ ছাড়েন হ্যামিল্টন মাসাকাদজরা। ৮ উইকেটের দাপুটে জয়ে (টার্গেট ১৭১) ত্রিদেশীয় সিরিজের প্রথম শিরোপা মিশনে দুর্দান্ত শুরু পায় মাশরাফির দল। শুক্রবার (১৯ জানুয়ারি) হাইভোল্টেজ ম্যাচে সাবেক কোচের দলকে মোকাবিলা করবে টাইগাররা।

অন্যদিকে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে চন্ডিকা হাথুরুসিংহে এখন শ্রীলঙ্কার প্রধান কোচ। মজার বিষয়, সেই বাংলাদেশের মাটিতেই হাথুরুর শ্রীলঙ্কা অধ্যায় শুরু হলো! নিজ দেশের কোচ হয়ে শুরুর পরীক্ষায় হাথুরু কেমন করেন, সেটাই এখন দেখার।

২০১৭ সালের জুলাইয়ে তিন ফরম্যাট থেকেই শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছেড়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। মাত্র ছয় মাসের মধ্যেই তিনি আবার নেতৃত্বে ফিরেছেন। ত্রিদেশীয় সিরিজের আগেই তিনি শ্রীলঙ্কার সীমিত ওভারের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। পুনরায় অধিনায়ক হওয়ার পর এটাই তার প্রথম ম্যাচ। বলা যায় নতুন শুরু!

আরও পড়ুন

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘হিটস্ট্রোকে মারা যাচ্ছে দিনে লক্ষাধিক মুরগি’
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
জয়ের খোঁজে টস জিতে ব্যাটিংয়ে বেঙ্গালুরু
জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে যা জানালেন সাকিব
X
Fresh