• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

হোয়াইটওয়াশের পথে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

  ১৬ জানুয়ারি ২০১৮, ১৫:৫৩

চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর থেকে টানা ৯ ম্যাচ জিতে নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসে পাকিস্তান। কিন্তু এখানে এসেই উদ্ভূত পরিস্থিতিতে পড়তে হয় তাদের। একের পর এক ম্যাচ হারতে হারতে এখন ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের শঙ্কায় তারা।

আগেই সিরিজ হেরেছিল পাকিস্তান। তাই নিজেদের ফিরে পাওয়ার লক্ষ্য নিয়েই চতুর্থ ম্যাচ খেলতে নামে তারা। কিন্তু সিরিজের চতুর্থ ম্যাচটিতেও কলিন ডি গ্র্যান্ডহোমের ব্যাটিং তাণ্ডবে পাঁচ উইকেটে জয় পেয়েছে কিউইরা। সিরিজে কিউইদের এটি টানা চতুর্থ জয়। ৪০ বল খেলে ৭৪ রান করে ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করায় প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন গ্র্যান্ডহোম।

--------------------------------------------------------
আরও পড়ুন: ৬ উইকেট নিয়ে দলকে জেতালেন আফ্রিদি
--------------------------------------------------------

হ্যামিলটনের সিডল পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তানের দেয়া ২৬৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ডের শুরুটা হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ৮৮ রান যোগ করেন মার্টিন গাপটিল ও কলিন মানরো। কিন্তু এরপরই হঠাৎ এক ঝড়ে এলোমেলো হয়ে যায় নিউজিল্যান্ডের ব্যাটিং। বিনা উইকেটে ৮৮ থেকে দ্রুতই কিউইদের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৯৯, ১১ রানেই নেই ৪ উইকেট!

পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান পরপর দুই ওভারে ফিরিয়ে দেন দুই ওপেনারকে। প্রথমে মানরোকে (৪২ বলে ৫৬) ফিরিয়ে ভাঙেন জুটি। পরের ওভারে এসে ফিরিয়ে দেন গাপটিলকেও (৩১)। নিজের ২০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নামা রস টেলর (১) রুম্মন রইসের বলে এলবিডব্লিউ হন। চারে নামা টম ল্যাথাম শাদাবের বলে আউট হওয়ার আগে করেন ৮।

পঞ্চম উইকেটে অধিনায়ক কেন উইলিয়ামসন ও নিকোলস গড়েন ৫৫ রানের জুটি। উইলিয়ামসনকে (৩২) ফিরিয়ে এ জুটি ভাঙেন হারিস সোহেল। তখনো ১৫ ওভারে নিউজিল্যান্ডের দরকার ১০৯ রান।

এরপরই ডি গ্র্যান্ডহোমের সঙ্গে নিকোলস দারুণ জুটি গড়েন। ডি গ্র্যান্ডহোম শুরু থেকেই খেলেছেন আক্রমণাত্মক। তাকে দারুণ সঙ্গ দিয়ে দলকে এগিয়ে নিয়েছেন নিকোলস। ডি গ্র্যান্ডহোম মাত্র ২৫ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি। দলের জয়ের আগে ফিফটি তুলে নেন নিকোলসও। ৪৭ থেকে চার মেরে ফিফটির পরের বলে সিঙ্গেলে দলের জয়সূচক রানটি নেন তিনিই। ৪০ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৭৪ রানের টর্নেডো ইনিংস খেলা ম্যাচসেরা হয়েছেন ডি গ্র্যান্ডহোম।

পাকিস্তানের পক্ষে শাদাব খান ৩টি, রুম্মন রইস ১টি ও হারিস সোহেল ১টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করে পাকিস্তান। ইনিংসে চারজন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেন। ওপেনার ফখর জামান করেন ৫৪ রান। চার নম্বর পজিশনে ব্যাট করতে নেমে হারিস সোহেল করেন ৫০ রান। মোহাম্মদ হাফিজ করেন ৮১ রান। সরফরাজ আহমেদ করেন ৫১ রান। এই চারজন ছাড়া আউট হওয়া বাকি ব্যাটসম্যানদের কেউই অবশ্য দুই অংক ছুঁতে পারেননি!

নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি ৩টি, ট্রেন্ট বোল্ট ১টি, কেন উইলিয়ামসন ২টি ও মিচেল স্যান্টনার ১টি করে উইকেট নেন।

আরও পড়ুন:

এএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও ভক্তের ওপর চড়াও সাকিব
টিভিতে আজকের খেলা
একনজরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি
পাকিস্তানে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সুপ্রিম কোর্টের নির্দেশ
X
Fresh