• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

দিবালায় জুভেন্টাসের বর্ষবরণ উদযাপন

স্পোর্টস ডেস্ক

  ৩১ ডিসেম্বর ২০১৭, ১৮:০৬

মৌসুমের শুরুতে দুর্দান্ত ছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা। তবে মাঝে ফর্মটা হারিয়ে ফেলেন। কিন্তু বছরের শেষ ম্যাচে হারিয়ে যাওয়া দিবালাকে নতুন রূপে হাজির করলেন তিনি।

এদিন জুভিদের দুর্দান্ত জয়ে জোড়া গোল করে দারুণ ভূমিকা রাখেন তিনি। তার নৈপুণ্যে হেলাস ভেরোনাকে ৩-১ ব্যবধানে হারালো ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

এই জয়ে শীর্ষে থাকা নাপোলির সঙ্গে পয়েন্টের ব্যবধানটা ১-এ নামিয়ে আনল ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। ১৯ ম্যাচে নাপোলির পয়েন্ট ৪৮, জুভেন্টাসের ৪৭। ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে ইন্টার মিলান।

প্রতিপক্ষের মাঠ স্তাদিও মার্ক’অ্যান্তোনিও বেন্তেগোদিতে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। গঞ্জালো হিগুয়াইনের শট পোস্টে লাগার পর ফিরতি বল জালে জড়িয়ে দেন ব্লেইস মাতুইদি। আর এই ব্যবধানেই বিরতিতে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৯ মিনিটে গোল শোধ করে দেন ভেরোনার উরুগুইয়ান ডিফেন্ডার মার্টিন ক্যাসের্স। ২৫ গজ দূর থেকে জোরালো শটে গোল করেন সাবেক জুভেন্টাস ডিফেন্ডার।

তবে ৭২ থেকে ৭৭, এই ছয় মিনিটেই দুই গোল করেন দিবালা। স্টেফেন লিখস্টেইনারের ক্রস থেকে ভলিতে করেন প্রথম গোল।

এর পাঁচ মিনিট পর একক নৈপুণ্যে বল নিয়ে ডি-বক্সে ঢুকে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে করেন দুর্দান্ত এক গোল।

মৌসুমের শুরুতে এমন দুর্দান্ত ফর্মেই ছিলেন দিবালা। তবে মাঝে ফর্মটা হারিয়ে ফেলেন। গত অক্টোবর থেকে এই ম্যাচের আগ পর্যন্ত করেছিলেন মাত্র এক গোল।

কাল জোড়া গোল করে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার। লিগে ১৮ ম্যাচে দিবালার গোল হলো ১৪টি।

এএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিলামে উঠতে যাচ্ছে ম্যারাডোনার ‘গোল্ডেন বল’
মজাদার সব নিয়ম নিয়ে পিকের ফুটবল লিগ
মারা গেলেন আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ
টিভিতে আজকের খেলা
X
Fresh