• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানকে হটিয়ে ফের টেস্ট র‌্যাঙ্কিং সিংহাসনে ভারত

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৩ অক্টোবর ২০১৬, ২০:০৫

৩ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ৪ দিনেই সফরকারী নিউজিল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো স্বাগতিক ভারত। এ জয়ের সুবাদে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে হটিয়ে শীর্ষে উঠলো বিরাট কোহলিরা।

কলকাতার ইডেন গার্ডেনে ভারতের দেয়া ৩৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে নিউজিল্যান্ড। দলীয় ৫৫ রানে প্রথম উইকেট হারায় কিউইরা। তবে ১০৪ রানে দ্বিতীয় উইকেট পতনের পর আর কোনো জুটি গড়তে পারেনি সফরকারী ব্যাটসম্যানরা। মাত্র ১৯৭ রানে অলআউট হয়ে যায় তারা। এরই সঙ্গে জয়োল্লাসে মেতে ওঠে কোহলিরা।

পাকিস্তানের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করে ভারত। আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেতে এ সিরিজটি জয়ের প্রয়োজন ছিল দলটির।

প্রায় ১ মাস আইসিসি’র র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে ছিলেন মিসবাহরা। তাদের ঠেলে দিয়ে ফের সেই স্থান দখল করলো ভারত।

এ নিয়ে চলতি বছর ৩ বার আইসিসি র‌্যাঙ্কিংয়ের প্রথম স্থানে উঠলো টিম ইন্ডিয়া। গেলো জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রায় ৫ সপ্তাহ এবং এরপর আগস্টে ৫ দিন প্রথম স্থানে ছিল কোহলিরা।

ডিএইচ/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh