• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

স্মিথের ডাবল-মার্শের বড় সেঞ্চুরিতে ইংল্যান্ডকে কাঁদাচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

  ১৬ ডিসেম্বর ২০১৭, ১৯:০৭

সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। ফের এর প্রমাণ দিলেন অজি অধিনায়ক। ৫ ম্যাচ অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

পার্থে ৩০১ বলে ২৬ চার ও ১টি ছক্কায় ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন স্মিথ। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হলেও অধিনায়ক হিসেবে প্রথম। এর আগে ২০১৫ সালে ইংলিশদের বিপক্ষেই লর্ডসে ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েন তিনি।

স্মিথের ডাবল ও অভিষিক্ত মিচেল মার্শের বড় সেঞ্চুরিতে ইংল্যান্ডকে কাঁদাচ্ছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৫৪৯ রান, লিড ১৪৬ রানের। স্মিথ ২২৯ ও ১৮১ রান নিয়ে মার্শ ক্রিজে রয়েছেন। তারা শুরু করবেন চতুর্থ দিনের খেলা।

আগের দিনের ৯২ রান নিয়ে শনিবার ব্যাট করতে নামেন স্মিথ। সকালে ১৩৮ বলে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি তুলে নেন তিনি। টেস্টে এটি তার দ্রুততম সেঞ্চুরি। পুরো ইনিংসে ওয়ানডে স্টাইলে খেলেছেন অজি অধিনায়ক। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি পূর্ন করেন ৩০১ বলে। ২৪৮ রানে শন মার্শ সাজঘরে ফেরার পর জুটি বাঁধেন ‘ছোট’ মার্শের সঙ্গে। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরির দিকে ধাবিত করছেন মিচেল মার্শ।

এদিন ইংল্যান্ডের সেরা বোলার অফস্পিনার মঈন আলি।শন মার্শের উইকেটটি তুলে নেন তিনি। আগামীকাল দ্রুত অস্ট্রেলিয়াকে অলআউট করতে চাইবে রুট বাহিনী। ছাড় দিতে চাইবে না অস্ট্রেলিয়াও। দ্রুত বড় রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করতে চাইবে স্মিথ বাহিনী। দুই দলের লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। আগামী দুই দিন ঝড়ো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ওয়াকা আবহাওয়া অধিদপ্তর।

ডিএইচ/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধি দলের ঢাকা সফর
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
সিডনিতে শপিং মলে হামলা : প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ বর্ণনা
সিডনিতে শপিংমলে হামলা, নিহত ৭
X
Fresh