• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অবশেষে কলকাতায় ‘ফুটবল ঈশ্বর’

স্পোর্টস ডেস্ক

  ১১ ডিসেম্বর ২০১৭, ১২:৫১

অনেক নাটকের পর ভারতের মাটিতে পা রাখলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। তিন দিনের সফরে রোববার রাতে কলকাতায় অবতরণ করেন তিনি।

প্রাথমিকভাবে ১৯ সেপ্টেম্বর দুর্গাপূজার আগে পৌঁছানোর কথা ছিল তার। তা পিছিয়ে অক্টোবরে ভারত সফরের কথা জানানো হয়। কিন্তু সেবারো আসা হয়নি তার। দুই দফা পিছিয়ে অবশেষে এলেন তিনি।

ফুটবলের রাজপুত্রকে এক নজর দেখতে কাল বিকাল থেকেই নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে ভীড় করেন ভক্তরা। নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোরদার। বিমান থেকে নেমে তার গাড়িবহরে চড়ার আগে হাত নেড়ে হেসে ভক্তদের অভিবাদন গ্রহণ করেন তিনি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ববি হাকিম, সুজিত বোস, সৌরভ গাঙ্গুলিসহ ভক্তদের বিভিন্ন আয়োজনে যোগ দিবেন তিনি।

আজ সোমবার কলকাতায় বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে ম্যারাডোনার। সল্টলেকের শ্রীভূম ক্লাবের আয়োজনে সেখানে ক্যান্সার আক্রান্তদের সঙ্গে দেখা করবেন তিনি। এ দিন বিকালে বোরিয়া মজুমদার স্পোটিং মিউজিয়ামে ২৫ ফুটের ম্যারাডোনার মূর্তি বসছে। ঐতিহাসিক সেই সময়ের উপস্থিত থাকবেন ম্যারাডোনা।

আগামীকাল মঙ্গলবার কলকাতার অদূরে উত্তর চব্বিশ পরগনার জেলার বারাসতের আদিত্য একাডেমির একটি বেসরকারি স্টেডিয়ামে ম্যারাডোনাকে একটি প্রদর্শনী ম্যাচ খেলবেন। ৪০ মিনিটের ওই ম্যাচে সৌরভ গাঙ্গুলি ছাড়াও কলকাতার বিভিন্ন জগতের সেরা মুখগুলো দেখা যাবে বলে জানা গেছে।

এরপর বুধবার কলকাতা ত্যাগের আগে কলকাতার চেতলা আগ্রগামী ক্লাবের আয়োজনে সাড়ম্বর অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন ম্যারাডোনা।

দীর্ঘ ৯ বছর পর ফের কলকাতায় আসলেন কিংবদন্তি। এর আগে ২০০৮ সালের ডিসেম্বরে কলকাতা সফর করেন ‘ফুটবল ঈশ্বর’ খ্যাত এ তারকা।

১৯৮৬ সালে আর্জেন্টিনা দলকে প্রায় একক নৈপুণ্যেই বিশ্বকাপ এনে দেন ম্যারাডোনা। ফিফার দর্শকদের জরিপে সর্বকালের সেরা ফুটবলারও নির্বাচিত হন এ জীবন্ত কিংবদন্তি।

ওয়াই/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যারাডোনা ও পেলের মধ্যে কে সেরা, জানালেন ফিফা সভাপতি
মৃত্যুর তিন বছর পর কর ফাঁকির মামলায় মুক্তি পেলেন ম্যারাডোনা
‘ম্যারাডোনা অ্যাওয়ার্ড’ জিতলেন রোনালদো
X
Fresh