• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জাপানে তরুণ শ্যুটার অর্ণবের রৌপ্য জয়

স্পোর্টস ডেস্ক

  ০৯ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৯

সিনিয়ররা ব্যর্থ হওয়ার পর জাপানের ওয়কো থেকে সুখবর পাঠালেন তরুণ শ্যুটার অর্ণব শারার। ১০ মিটার এয়ার রাইফেলের যুব বিভাগে রৌপ্য জিতেছেন প্রতিভাবান এ শুট্যার। অল্পের জন্য স্বর্ণ জেতা হয়নি তার।

তিনি স্কোর করেছেন ২৪৯ দশমিক ৫।

শনিবার বাংলাদেশের এ শ্যুটারের আধা পয়েন্ট বেশি স্কোর করে স্বর্ণ জিতেছেন চীনের ঝ্যাং চাং হং। তার স্কোর ২৫০ দশমিক ০। ব্রোঞ্জ জিতেছেন ভারতের শাহু তুষার ২২৮ দশমিক ২।

এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন তিন সিনিয়র আবদুল্লাহ হেল বাকি, রিসাতুল ইসলাম ও রাব্বি হাসান মুন্না।

কোয়ালিফিকেশনে ৬২০ দশমিক ৯ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়ে ফাইনাল রাউন্ডে উঠেছিলেন অর্নব।

১০ মিটার এয়ার রাইফেলের মেয়েদের জুনিয়র ইভেন্টের ফাইনাল রাউন্ডে উঠতে পারেননি বাংলাদেশের প্রতিযোগী সাইদা হাসান। ৪০৪ দশমিক ৯ পয়েন্ট নিয়ে কোয়ালিফিকেশনে ২০তম হয়েছেন তিনি।

এএ/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে নিয়ে দেশত্যাগ, জাপানি মায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আজ
বড় মেয়েকে নিয়ে গোপনে বাংলাদেশ ছাড়লেন সেই জাপানি মা
সামরিক সহযোগিতা বাড়াতে জাপান-যুক্তরাষ্ট্র বৈঠক
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল চীন-ফিলিপাইন-জাপানও
X
Fresh