• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টস জিতে ব্যাট করছে রাজশাহী

স্পোর্টস ডেস্ক

  ২৯ নভেম্বর ২০১৭, ১৩:৩০

এবারের বিপিএলে চট্টগ্রাম পর্বে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস-চিটাগাং ভাইকিংস। এ ম্যাচসহ রাজশাহীর হাতে আছে ৩টি ম্যাচ। কোয়ালিফায়ারের লড়াইয়ে টিকে থাকতে হলে সবগুলো ম্যাচেই জিততে হবে স্যামি-মুশফিকদের। পাশাপাশি অন্য দলগুলোর জয়-পরাজয়ের দিকেও নজর রাখতে হবে তাদের। ফলে চিটাগাংয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই পদ্মাপাড়ের দলটির। এমন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করছে তারা।

শেষ খবর পর্যন্ত ২ ওভার শেষে ১ উইকেটে ১০ রান করেছে রাজশাহী। ক্রিজে রয়েছেন লুক রাইট ও জাকির হাসান।

এ আসরে এখন পর্যন্ত একবারও মুখোমুখি হয়নি রাজশাহী-চিটাগাং। ফলে এ ম্যাচ বাদে আরো একবার মুখোমুখি হবে তারা।

পঞ্চম আসরের পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে দল দুটি। রাজশাহী এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে। ৩ জয়ের বিপরীতে হার ৬টিতে। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে বরেন্দ্রভূমির দলটি। এ ম্যাচে জিতলে সুপার ফোরের স্বপ্ন টিকে থাকবে তাদের।

৯ ম্যাচ খেলে ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে চিটাগাং। এ ম্যাচসহ চট্টলার দলটির হাতেও আছে ৩টি ম্যাচ। তবে সবগুলো ম্যাচ জিতলেও সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা নেই তাসকিন-বিজয়দের। ম্যাচটি তাই এক প্রকার তাদের জন্য নিয়মরক্ষার।

ডিএইচ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh