• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বোলিংয়ের শীর্ষে খুলনার আবু জায়েদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ নভেম্বর ২০১৭, ১৬:৪২

দেখতে দেখতে শেষ হয়ে গেলো বিপিএল পঞ্চম আসরের ঢাকা পর্বের খেলা। এ পর্বের শেষ দুটি ম্যাচ চরম নাটকীয়তার জন্ম দেয়। শ্বাসরুদ্ধ ম্যাচে প্রথমটিতে জয়লাভ করে খুলনা টাইটানস পরেরটিতে রংপুর রাইডার্স। এখন চলছে দু’দিনের বিরতি। আগামী ২৪ নভেম্বর চট্টগ্রামে গড়াবে তৃতীয় পর্ব। প্রথম পর্ব হয় সিলেটে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মতো মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও রান তোলায় দাপট দেখিয়েছেন বিদেশিরা। এখন পর্যন্ত সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় শীর্ষস্থান সহ শীর্ষ পাঁচের তিনজনই বিদেশি, দু’জন বাংলাদেশি। ঠিক যেনো মুদ্রার উল্টো পিঠ বোলিংয়ে শীর্ষস্থান সহ শীর্ষ পাঁচের তিনজনই বাংলাদেশি, দু’জন বিদেশি।

দ্বিতীয় পর্ব শেষে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় শীর্ষে আছেন খুলনা টাইটানসের আবু জায়েদ। ৬ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ১২ উইকেট। বেস্ট বোলিং ফিগার ৪/৩৫।

তালিকার দ্বিতীয় স্থানে আছেন ঢাকা ডায়নামাইটসের সাবেক পাকিস্তানি অলরাউন্ডার বুমবুম খ্যাত শহিদ আফ্রিদি। ৪ ম্যাচে তার সংগ্রহ ১১ উইকেট। বেস্ট বোলিং ফিগার ৪/১২। তৃতীয় স্থানে আছেন ঢাকার সতীর্থ আবু হায়দার। ৭ ম্যাচ খেলে তার ঝুলিতে রয়েছে ১১ উইকেট। বেস্ট বোলিং ফিগার ৩/১১। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন ঢাকার বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান এবং ক্যারিবীয় তারকা স্পিনার সুনিল নারাইন। তাদের ঝুলিতে রয়েছে যথাক্রমে ১০ ও ৮ উইকেট।

বিপিএলের (২০১৭-১৮) শীর্ষ দশ উইকেট শিকারিরা

নাম

দলের নাম

মোট ম্যাচ

মোট উইকেট

সর্বোচ্চ

আবু জায়েদ

খুলনা টাইটানস

১২

৪/৩৫

শহিদ আফ্রিদি

ঢাকা ডায়নামাইটস

১১

৪/১২

আবু হায়দার

ঢাকা ডায়নামাইটস

১১

৩/১১

সাকিব আল হাসান

ঢাকা ডায়নামাইটস

১০

৫/১৬

সুনিল নারাইন

ঢাকা ডায়নামাইটস

৩/১০

আবুল হাসান

সিলেট সিক্সার্স

৩/২২

মাশরাফি বিন মুর্তজা

রংপুর রাইডার্স

২/২২

থিসারা পেরেরো

রংপুর রাইডার্স

২/২৬

লিয়াম প্ল্যাঙ্কেট

সিলেট সিক্সার্স

৩/২৯

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh