• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেসিকে ছাড়িয়ে গেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক

  ২৬ অক্টোবর ২০১৭, ১৮:২১

ক্যারিয়ারের দারুণ সময় যাচ্ছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির। একের পর এক কিংবদন্তির রেকর্ড ভেঙ্গে এগিয়ে যাচ্ছেন দিনের পর দিন। ঠিক এই মুহূর্তেই ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে টপকে গেলেন তিনি। এতে বিশ্ব গণমাধ্যমের শিরোনামে এসেছেন কোহলি।

ধনী খেলোয়াড়দের এ বছরের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। মূল্যবান ক্রীড়াবিদদের তালিকায় টপ টেনে ক্রিকেটের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন বিরাট কোহলি। সেরা দশের সাত নম্বরে রয়েছেন তিনি। অন্যদিকে নবম স্থানে আছেন আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি।

মোট আয়ের পরিমাণ অনুযায়ী বিরাটের আয় ১৪.৫ মিলিয়ন মার্কিন ডলার। মেসির থেকে বিরাটের আয় ১ মিলিয়ন ডলার বেশি।

তবে এ তালিকার এক নম্বরে রয়েছেন টেনিস তারকা রজার ফেদেরার। তার বার্ষিক আয় ৩৭.২ মিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকান বাস্কেটবল প্লেয়ার লেব্রন জেমস। আর তিন নম্বরে রয়েছেন সদ্য বিশ্ব অ্যাথলেটিক্স থেকে বিদায় নেয়া গতি দানব উসাইন বোল্ট।

মেসিকে শুধু বিরাট কোহলিই টেক্কা দেননি। টেক্কা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। সিআর সেভেন রয়েছেন তালিকার চার নম্বরে। তার আয়ের পরিমাণ দেখানো হয়েছে ২১.৪ মিলিয়ন ডলার।

একনজরে ফোর্বসের সেরা ধনী খেলোয়াড়:

নাম

রজার ফেদরার

লেবর্ন জেমস

উসাইন বোল্ট

ক্রিশ্চিয়ানো রোনালদো

ফিল মিকেলসন

টাইগার উডস

বিরাট কোহলি

রোরি ম্যাকলরয়

লিওনেল মেসি

স্টেফেন কারি

খেলা ও দেশ

টেনিস, সুইজারল্যান্ড

বাস্কেট বল, আমেরিকা

অ্যাথলেটিক্স, জ্যামাইকা

ফুটবল, পর্তুগাল

গলফ, আমেরিকা

গলফ, আমেরিকা

ক্রিকেট, ভারত

গলফ, ইংল্যান্ড

ফুটবল, আর্জেন্টিনা

বাস্কেট বল, আমেরিকা

আয়

৩৭.২ মিলিয়ন

৩৩.৪ মিলিয়ন

২৭ মিলিয়ন

২১.৫ মিলিয়ন

১৯.৬ মিলিয়ন

১৬.৯ মিলিয়ন

১৪.৫ মিলিয়ন

১৩.৬ মিলিয়ন

১৩.৫ মিলিয়ন

১৩.৪ মিলিয়ন

ওয়াই/এসআর

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
X
Fresh