• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিশ্ব দেখল বাঁহাতি ইনজামাম!

স্পোর্টস ডেস্ক

  ১৯ অক্টোবর ২০১৭, ১৪:২৮

অভিষেক ম্যাচে ক্রিকেট গ্রেট ইনজামাম-উল-হকের ভাতিজা ইমাম-উল হকের সেঞ্চুরিতে সাত উইকেটে জয় পেয়েছে পাকিস্তান।

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডেতে সিরিজে টানা তৃতীয় জয় পেলো সরফরাজ আহমেদের দল। এতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান দল।

বুধবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে লঙ্কানদের দেয়া ২০৯ রানের লক্ষ্য সরফরাজ বাহিনী টপকে যায় ৪৫ বল বাকি থাকতেই।

শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু সত্ত্বেও হাসান আলীর বোলিং তোপে ২০৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। উপুল থারাঙ্গা ৬১ ও থিসারা পেরেরা করেন ৩৮ রান।

পাঁচটি উইকেট নেন হাসান আলী। চলতি বছর তৃতীয়বারের মত পাঁচ উইকেট দখলের কৃতিত্ব দেখিয়েছেন পাকিস্তানি পেসার হাসান আলী। একইসঙ্গে ২০১৭ সালে আলী নিজেকে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে নিয়ে গেলেন।

জবাবে তিন উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয় পাকিস্তান। চাচা ইনজামাম-উল হক ছিলেন ডান হাতি ব্যাটসম্যান। দীর্ঘদিন দিয়েছেন দলকে নেতৃত্ব। ক্যারিয়ারের ৩৭৮ ওয়ানডেতে ৩৯ দশমিক ৫২ গড়ে করেছেন ১৫ হাজার ৮১২ রান। ১০টি সেঞ্চুরি আর ৮৩টি হাফ সেঞ্চুরি তাকে কিংবদন্তিদের স্থানে উঠিয়ে এনেছে। বর্তমানে দলের বর্তমান প্রধান নির্বাচক।

আর ভাতিজা ইমাম-উল হক অভিষেকেই সেঞ্চুরি তুলে ১০০ রানে আউট হন। ১২৫ বলের এ ইনিংসটি পাঁচটি চার ও দুটি ছয় দিয়ে সাজান তিনি। পান ম্যাচসেরার পুরস্কারও।

ইমাম উল হক Imam-ul-Haq

গেলো দুই ঘরোয়া মৌসুমে ৪৯ দশমিক ৮৮ গড়ে ৮৪৮ রান করেছেন ২১ বছর বয়সী ইমাম। হাবিব ব্যাংক লিমিটেডের হয়ে একটি ডাবল-সেঞ্চুরির সঙ্গে ৩টি সেঞ্চুরিও আছে তার ঝুলিতে।

চলতি বছর ১৩টি লিস্ট 'এ' ম্যাচ খেলেছেন ইমাম। ৩টি হাফ-সেঞ্চুরিতে তার ব্যাটিং গড় ৩১ দশমিক ৮৪। এছাড়া এ বছরই পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে বাংলাদেশে খেলতে এসে নিজের জাত চিনিয়েছেন ইমাম। দুর্দান্ত পারফরমেন্সের ফল হিসেবেই জাতীয় দলে ডাক পান তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০৮ (৪৮.২ ওভার)

পাকিস্তান: ২০৯/৩ (৪২.৩ ওভার)

প্লেয়ার অব দ্য ম্যাচ: ইমাম-উল হক

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh