• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শেষ ম্যাচে জাপানের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

  ১৫ অক্টোবর ২০১৭, ০৯:৪২

এশিয়া কাপ হকিতে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ রোববার জাপানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে কোন পাত্তাই পায়নি স্বাগতিক বাংলাদেশ। ৭-০ গোলের বড় ব্যবধানে হারে জিমি-চয়নরা। দ্বিতীয় ম্যাচেও আরেক শক্তিশালী প্রতিপক্ষ ভারতের কাছে একই ব্যবধানে পরাজিত হয় স্বাগতিকরা। এবার গ্রুপের শেষ ম্যাচে জাপানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের জন্য সুখস্মৃতি হলো, প্রস্তুতি ম্যাচে এই জাপানের বিপক্ষেই ২-১ গোলের জয় পায় তারা।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৫-১ গোলে হারলেও পরের ম্যাচে পাকিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে জাপান।

বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে এবার জয় তুলে নেয়াই লক্ষ্য জাপানের।

বাংলাদেশ দল:

রাসেল মাহমুদ জিমি (অধিনায়ক), পুস্কর ক্ষিসা মিমো (সহ-অধিনায়ক), আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, অসিম গোপ, আবু সাইদ নিপ্পন, ফরহাদ আহমেদ সিটুল, রেজাউল করিম বাবু, ইমরান হাসান পিন্টু, মামুনুর রহমান চয়ন, রুম্মান সরকার, নাইম উদ্দিন, হাসান যুবায়ের নিলয়, সারোয়ার হোসেন, কামরুজ্জামান রানা, মিলন হোসেন, মাইনুল ইসলাম কৌশিক ও আরশাদ হোসেন।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh