• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক

  ১৫ অক্টোবর ২০১৭, ০৮:৩৮

দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ রোববার স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। সফরটি মোটেই ভালো কাটছে না বাংলাদেশ দলের। দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিতেই বড় ব্যবধানে হেরেছে তারা। পরে একমাত্র ওয়ানডে প্রস্তুতি ম্যাচেও দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ৬ উইকেটে ধরাশায়ী হয়েছে মাশরাফি-সাকিবরা। দলের জন্য আরকেটি দুঃসংবাদ হচ্ছে চোটের কারণে এ ম্যাচে খেলছেন না ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।

কিম্বার্লির ডায়মন্ড ওভালে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি। পা মচকে যাওয়ায় এ ম্যাচে নামবেন না দলের অন্যতম তরুণ প্রতিভা মুস্তাফিজুর রহমান। তবে দলের জন্য সুসংবাদ হচ্ছে পেশির ইনজুরি কাটিয়ে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল।

জানা গেছে, গেলো শনিবার অনুশীলনের সময় চোট পান বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মুস্তাফিজ।

দলের প্রধান নির্বাচক ও ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু জানান, ওভালে অনুশীলনের সময় ফুটবল খেলে মাশরাফি বাহিনী। সেসময় অ্যাংকেল মচকে যায় মুস্তাফিজের। তাই প্রথম ওয়ানডেতে থেকে ছিটকে পড়েছেন তিনি। আজ তার পায়ের অবস্থা দেখে বোঝা যাবে পরের ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন কিনা।

এদিকে সব ভুলে ওয়ানডে সিরিজে ভালো করার করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। কিম্বার্লির মাঠে ২০০২ সালে খেলা একমাত্র ওয়ানডেতে ১৫১ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। অবশ্য দুই বছর আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ।

দুই দলের মোট লড়াইয়ে অবশ্য অনেক পিছিয়ে টাইগাররা। এ পর্যন্ত ১৭ বারের লড়াইয়ে তাদের জয় মাত্র তিনটিতে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জয় ১৪ ম্যাচে।


বাংলাদেশ স্কোয়াড :

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, মেহদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তামিম ইকবাল, তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড :

ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, ফারহান বেহার্দিয়েন, কুইনটন ডি কক (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়েইন পারনেল, ডেন পিটারসন, আনডিলে ফেলুকুয়ায়ো, ডুয়াইন প্রেটোরিয়াস, কাগিসো রাবাদা।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইপিএলের মাঝপথে হঠাৎ দেশে ফিরলেন মুস্তাফিজ
কিউই গেরো কাঁটিয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল
X
Fresh