• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানকে শ্রীলঙ্কার ধবলধোলাই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ অক্টোবর ২০১৭, ২২:৪৭

দুই ম্যাচ সিরিজে শেষ টেস্টে ৬৮ রানে জিতে পাকিস্তানকে ধবলধোলাই করল শ্রীলঙ্কা।

দিবারাত্রির এ টেস্টের শেষ দিন মঙ্গলবার জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১১৯ রান। অন্যদিকে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল পাঁচটি উইকেট।

আগের দিন ৩৪ রানে পাঁচ উইকেট নিয়ে আসাদ শফিকের সঙ্গে খেলতে নেমে ২৭ রান যোগ করে সাজঘরে যেতে হয় অধিনায়ক সরফরাজ আহমেদকে।

পাকিস্তান শেষ পাঁচ উইকেট হারায় মাত্র ২৩ রানে। গোলাপি বলে লঙ্কান বোলারদের তাণ্ডবে একের পর এক উইকেট হারিয়ে ২৪৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

দলের অন্য সদস্যদের হতাশাজনক পারফর্ম্যান্সের মধ্যেও সেঞ্চুরি তুলে নেন শফিক। ১৭৬ বলে ১১২ রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। এছাড়া ১৩০ বলে ৬৮ রান করেন অধিনায়ক সরফরাজ আহমেদ।

শ্রীলঙ্কার হয়ে ৯৮ রানের খরচায় পাঁচ উইকেট শিকার করেন দিলরুয়ান পেরেরা। রঙ্গনা হেরাত শিকার করেন দুই উইকেট। সুরঙ্গা লাকমল ও লাহিরু গামেজ নিয়েছেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৮১/১০ ও ৯৬/১০

পাকিস্তান: ২৬২/১০ ও ২৪৮/১০

ফলাফল: শ্রীলঙ্কা ৬৮ রানে জয়ী

ওয়াই/কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
শ্রীলঙ্কার রান পাহাড়ে উঠতে বিশ্বরেকর্ড গড়তে হবে টাইগারদের
শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
একদিন আগে ওয়ানডে দল ঘোষণা শ্রীলঙ্কার
X
Fresh