• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টির পর দক্ষিণ আফ্রিকার রান-বৃষ্টি

স্পোর্টস ডেস্ক

  ০৭ অক্টোবর ২০১৭, ১৭:২২

বৃষ্টি থেমে খেলা শুরু হয়। দেশের কোটি ক্রিকেটপ্রেমী স্বপ্ন দেখেন, এবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। সাফল্য এনে দেবেন বোলাররা। তবে আশায় গুঁড়েবালি। উল্টো বাংলাদেশ বোলারদের ওপর স্টিম রোলার চালাচ্ছেন দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যানরা। হাশিম আমলা-ডু প্লেসির ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। এ যেন রান বৃষ্টি।

শেষ খবর পর্যন্ত লাঞ্চে যাওয়ার আগে ৩ উইকেটে ৫৩০ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ১৩২ রানে আমলা ও ১২০ রান নিয়ে ডু প্লেসিস ক্রিজে রয়েছেন।

শনিবার ভোরে ব্লুমফন্টেইনে হয় তুমুল বৃষ্টি। অবশ্য আবহাওয়ার পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনা ছিল। সেই বৃষ্টি থামার কথা ছিল স্থানীয় সময় সকাল ১০টায়। তবে তা থামে তারও অনেক পরে।

মানগাউং ওভালের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো ছিল। তাই বৃষ্টি থামা মাত্রই জমে থাকা পানি নেমে যায়। এতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় খেলা শুরু হয়।

আগের দিনের ৩ উইকেট হারিয়ে ৪২৮ রান নিয়ে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতে একটু দেখেশুনে খেলার চেষ্টা করলেও ধীরে ধীরে হাত খুলতে থাকেন আমলা ও প্লেসিস।

প্রথম দিনের মতোই নির্বিষ বোলিং করছেন মুস্তাফিজরা। এর পুরো ফায়দাই লুটছেন তারা। স্ট্রোকের ফুলঝুড়িতে বইয়ে দিছেন রানগঙ্গা। প্রায় প্রতি ওভারেই বাউন্ডারি হাঁকাচ্ছেন এ দুই ব্যাটসম্যান। ওয়ানডে মেজাজে খেলে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন আমলা। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২৮তম ও সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি।

১১৩ বলে ১৪ চারের সেঞ্চুরিতে স্বদেশী কিংবদন্তি ক্রিকেটার গ্রায়েম স্মিথকে ছাড়িয়ে গেছেন আমলা। ১১৭ টেস্ট খেলে ২৭টি সেঞ্চুরি করেন স্মিথ। সেখানে ১০৯ টেস্টেই তাকে ছাড়িয়ে গেলেন মাস্টার ব্লাস্টার। দক্ষিণ আফ্রিকার হয়ে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল জ্যাকস ক্যালিসের।

আমলার পরপরই সেঞ্চুরি তুলে নিয়েছেন ডু প্লেসিস। ১৪৭ বলে ১২ চারে এ সেঞ্চুরি হাঁকান তিনি। ৪৫ টেস্টের ক্যারিয়ারে এটি তার সপ্তম সেঞ্চুরি।

এ নিয়ে এক ইনিংসে দ্বিতীয়বারের মতো চার সেঞ্চুরির ঘটনা ঘটালো দক্ষিণ আফ্রিকা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh