• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫২

৭৮ মিনিট পর্যন্ত ২-১ এ এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরাই। কিন্তু জয়ের স্বপ্ন ভেঙে যায় ৮৩ মিনিটে। শেষমেশ ৩-২ ব্যবধানে পরাজয় বরণ করতে হলো।

রোববার থাইল্যান্ডে চোনবুরির ইনস্টিটিউট অব ফিজিক্যাল এডুকেশন ক্যাম্পাস মাঠে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের মূলপর্বের খেলায় অস্ট্রেলিয়া বিপক্ষে হারের মধ্য দিয়ে শেষ হলো লাল-সবুজের প্রতিনিধিদের সফর।

ম্যাচের নয় মিনিটে গোল হজম করে বাংলাদেশ। তবে ৪৫ মিনিটে সমতা আনেন শামসুন্নাহার। বিরতির পর ম্যাচের ৫১ মিনিটে মনিকা চাকমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ৭৮ মিনিটে অস্ট্রেলিয়া সেই গোল পরিশোধ করে। ৮৩ মিনিটে আরো একটি গোল করে তারা।

এদিকে ম্যাচের ৩৩ মিনিটে বড় ধাক্কা খায় বাংলাদেশ। লের নিয়ন্ত্রণের লড়াইয়ে পড়ে যাবার পর অখেলোয়াড়সুলভ আচরণের জন্য অধিনায়ক কৃষ্ণা রানী সরকার সরাসরি লালকার্ড পান। ফলে ১০ জন নিয়ে খেলতে হয়েছে বাংলাদেশকে।

এর মধ্যে দিয়ে শেষ হলো বাংলাদেশর এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের এবারের মিশন। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৯-০ ব্যবধানে হেরে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে হারে ৩-০ গোলে।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh