• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইংল্যান্ডে প্রথম গোলাপি বলের টেস্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ আগস্ট ২০১৭, ১৬:৫৭

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইংল্যান্ড। এ ম্যাচের মধ্য দিয়ে ইংল্যান্ডে প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

দ্য টেলিগ্রাফ জানায়, এ ম্যাচের মধ্য দিয়েই টেস্টে অভিষেক হতে পারে কাউন্টি ক্লাব সারের ওপেনিং ব্যাটসম্যান মার্ক স্টোনম্যানের।

অন্যদিকে ১৫ সদস্যের উইন্ডিজ শিবিরে স্থান পেয়েছেন নতুন দুই মুখ কাইল হোপ ও রেমন রিফার।

ক্রিকেটে প্রায় সব প্রথমের সঙ্গে জড়িয়ে আছে ইংল্যান্ডের নাম। ১৮৭৬ সালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয়। ওয়ানডে ক্রিকেটও শুরু সেই অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচ দিয়ে। কিন্তু দিবারাত্রির টেস্ট ক্রিকেটের সঙ্গে অস্ট্রেলিয়ার নাম জড়িয়ে থাকলেও এক্ষেত্রে বাদ পড়ে ইংল্যান্ড।

২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে হয় প্রথম দিবারাত্রির টেস্ট। দুই বছর পর এবার সেই দিবারাত্রির টেস্টে প্রবেশ করছে ক্রিকেটের জনক ইংল্যান্ড। নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এক্ষেত্রে অবশ্য ইংল্যান্ডের চেয়ে কিছুটা এগিয়ে ক্যারিবীয়রা।

গেলো বছর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে গোলাপি বলে টেস্টে খেলার অভিজ্ঞতা হয়েছে তাদের।

ইংল্যান্ড দল:

জো রুট (অধিনায়ক), মইন আলী, জেমস অ্যান্ডারসন, জনাথান বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, ম্যাসন ক্রেন, ডেভিড মালান, টবি রোলান্ড-জোনস, বেন স্টোকস, মার্ক স্টোনম্যান, টম ওয়েস্টলে, ক্রিস ওকস।

ওয়েস্ট ইন্ডিজ দল:

জেসন হোল্ডার(অধিনায়ক), ক্রেইগ ব্রেথওয়েট, দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডরউইচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমেয়ার, কাইল হোপ, শাই হোপ, আলজারি জোসেপ, কিরন পাওয়েল, রেমন রিফার এবং কেমার রোচ।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
আম্পায়ারদের ভুলে বিশ্বকাপ জয় ইংল্যান্ডের!
বিরক্ত হয়ে নিজের নাম বদলে ফেললেন বাটলার
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh